১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

৩ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে ভোগান্তি

-

ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি গ্রামের ঝালবাড়ি নামক এলাকার আঞ্চলিক মহাসড়কের সংযোগ থেকে শুরু করে চান মিঞা হুজুরের বাড়ির পাশ দিয়ে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচারাস্তার কারণে দুই শতাধিক পরিবারের লোকজন যুগ যুগ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় মোহাম্মদ ফারুক, আব্দুল হাই ও আলি আজিম মোল্লাসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ওই রাস্তা দিয়ে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, পূর্ব পুটিয়াখালি ফাজিল মাদরাসা ও পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বর্ষা মৌসুমে খুব কষ্ট করে আসা যাওয়া করে। ওই সড়কের কালভার্ট ও ব্রিজ অনেক আগে নির্মাণ করা হলেও পাকাকরণের উদ্যোগ নেয়নি কেউ। বছরের পর বছর বর্ষা মৌসুমে রাস্তার মাটি সরে গিয়ে বড় বড় ভাঙনসহ গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গার ভাঙার ওপর গাছ ফেলে তার ওপর দিয়ে এলাকাবাসী কষ্ট করে আসা যাওয়া করেন। বর্ষা মৌসুমে দুই শতাধিক পরিবারের লোকজনের জুতা ও প্যান্ট পরে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। এমনকি বৃদ্ধ ও শিশুরা পা পিছলে রাস্তায় পড়ে কাদাপানিতে একাকার হওয়ার ঘটনা নিত্য দিনের। বর্ষা মৌসুমে স্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় রাস্তাটি। এলাকার ভুক্তভোগীরা আরো বলেন, নির্বাচনের সময় এলেই বারবার শোনা যায় সড়কটি এবার পাকা করা হবে। স্থানীয় ভোট পাওয়ার জন্য এরকম গরম খবর ১৫-২০ বছর আগে থেকে শোনা যাচ্ছে। ঠিক এবারো আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের পরে রাস্তাটি পাকা করে দেবেন বলে আলোচনা করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক মোল্লা বলেন, সড়কটি পাকা না করায় যুগ যুগ ধরে এলাকাবাসী খুবই কষ্ট করছেন। রাস্তাটি পাকা করা খুবই জরুরি। তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা ইউনিয়ন পরিষদের অর্থায়নে পাকা করার সক্ষমতা নেই। তাই এলজিইডির মাধ্যমে পাকাকরণের দাবি জানাচ্ছি।

 

 


আরো সংবাদ



premium cement