১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

রানীনগরে ১৫ শ’ কেজি সরকারি চাল জব্দ
নওগাঁর রানীনগরে সরকারি চাল কিনে পাচার করার সময় এক হাজার ৫০০ কেজি চাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে এসব চাল জব্দ করা হয়। জানা যায়, একজন অসাধু ব্যবসায়ী রানীনগর বাজার থেকে আনুমানিক দেড় হাজার কেজি সরকারি চাল ক্রয় করে নওগাঁতে চালান করছিল। টমটমযোগে চালগুলো নওগাঁ পাচারের সময় বাহাদুরপুর গ্রামে পৌঁছলে স্থানীয়রা চালগুলো আটক করে। পরে রানীনগর ইউএনওকে সংবাদ দিলে সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

নোয়াখালীতে বিএনপি নেতা আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর কথা। নোয়াখালী সংবাদদাতা

নবীনগরে চোরের ছুরিকাঘাতে প্রবাসী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফতেপুরে চোরের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি পাক হাজিপুর গ্রামের মৃত গনি হাজীর ছেলে। গত বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকলে, সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় ওই চোরের সাথে তার হাতাহাতির একপর্যায়ে চোর সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে সোহাগ মিয়া মারা যান। নিহত সোহাগ মিয়ার এক মেয়ে রয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

জামালগঞ্জে কৃত্রিম জলাবদ্ধতা
সুনামগঞ্জের জামালগঞ্জে কৃত্রিম জলাবদ্ধতা তৈরী করে কৃষিকাজে পরোক্ষ ভাবে বাঁধা দেয়ার লিখিত অভিযোগ পাওয়া গছে। উপজেলার তেলিয়া শাহপুর গ্রামের কৃষক তোরণ মিয়া. খালেদ মিয়া, হানিফা, হারুণ রশিদ, মোয়াজ্জেম হোসেনসহ ৩০ জন কৃষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে। অভিযোগে জানা যায়, একই উপজেলার ছেলাইয়া গ্রামের মোক্তার হোসেন তালুকদার নিজ স্বার্থ হাসিলে হাওরের পানি নিষ্কাশনের রাস্তায় অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে জলাবদ্বতা সৃষ্টি করে রেখেছেন। সুনামগঞ্জ সংবাদদাতা


আরো সংবাদ



premium cement