১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

মঠবাড়িয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
জমিসংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার সকালে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গ্রামের কবির মুন্সীর স্ত্রী সাবিনা বেগম (৩৫), জাহাঙ্গীর মুন্সীর ছেলে শাহিন (২০) ও মোস্তফা মুন্সীর ছেলে শামীম (২২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর গুরুতর আহত তিনজনকেই বরিশাল শোবাচিম হাসপাতালে পাঠান। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

নড়াইলের লাহুড়িয়ায় ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, উপসচিব সৈয়দ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, নড়াইল পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শামসুল আলম, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ পাবন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ। এ হাসপাতাল করতে লাহুড়িয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান শেখ মনিরুল ইসলাম ৫২ শতাংশ জমি দান করেছেন। নড়াইল সংবাদদাতা

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১
নোয়াখালী সোনাইমুড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ছোরাসহ বিভিন্ন মামলার পালাতক আসামি রেজা আহমদ অভিকে (২৩) আটক করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত আবদুল ওহাবের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। নোয়াখালী সংবাদদাতা

শরণখোলায় এসিড পানে নারীর আত্মহত্যা
বাগেরহাটের শরণখোলায় অনিতা কর্মকার (২২) নামের এক নারী এসিড পানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় খুলনার সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অনিতা কর্মকার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার বায়না ধরলে স্বামী কালাচাঁদ কর্মকার এতে বাধা দেন। এ ঘটনায় উভয়ের মধ্যে বাগি¦তণ্ডার একপর্যায় কালাচাঁদ কর্মকারের স্বর্ণের দোকানে থাকা সালফিউরিক এসিড পান করেন অনিতা। এ ঘটনায় তাৎক্ষণিক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অনিতার মৃত্যু হয়। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

লালপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রাম থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসমত আলী (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে শনিবার বিকেলে লালপুরে উপজেলার মোহরকয়া গ্রামের অভিযান চালিয়ে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসমত আলীকে আটক করে। সে মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের আসমত আলীর ছেলে। লালপুর (নাটোর) সংবাদদাতা

ভূরুঙ্গামারীতে সেতুর অ্যাপ্রোচ সরানোর দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের অ্যাপ্রোচ রোড ১৫০ ফুট উত্তর দিকে সরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের গণাইরকুটি এলাকার স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। দুই শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে প্রস্তাবিত স্থান থেকে অ্যাপ্রোচ রোড ১৫০ ফুট উত্তর দিকে সরিয়ে দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই মাস্টার, সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা, শিক্ষক জহুরুল হক প্রমুখ। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

আটপাড়ায় নৌকা বাইতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোনার আটপাড়া উপজেলায় নদীতে নৌকা বাইতে গিয়ে পানিতে পড়ে আরশাদুল (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাইনেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি উপজেলার সুনই ইউনিয়নের দশভাগীয়া গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় সুনই এলাকার মামা নুরুজ্জামানের সাথে ভাগ্নে আরশাদুল ডিঙ্গি নৌকা করে বিশনাই শাখা মরা নদীতে মাছ ধরতে যায়। রাত ৮টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে শিশু আরশাদুলের লাশ উদ্ধার করা হয়। নেত্রকোনা সংবাদদাতা


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের

সকল