২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কুড়িগ্রামে হু হু করে বাড়ছে পানি

-

কুড়িগ্রামে আবারো সব ক’টি নদ-নদীতে পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলে থাকা আমন আবাদ বিভিন্ন ফসল। গত তিনবারের বন্যার ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেননি কৃষকরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করতে আবার পানি বৃদ্ধিতে চতুর্থবারের মতো বন্যার আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন তারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুড়িগ্রাম ডিভিশনের হেডকোয়ার্টার এসডি মাহমুদ হাসান জানান, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৬০ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ২৮ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে বলে খবর পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভারতে হওয়া ভারী বৃষ্টিপাতে উজানের ঢলে জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এখন পর্যন্ত বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই।


আরো সংবাদ



premium cement