১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মিঠাপুকুরে চোর সন্দেহে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

-

রংপুরের মিঠাপুকুরে দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে এক নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। এ ছাড়া চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম তছলিম উদ্দিন (৫০)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত, নিজাম উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, শঠিবাড়ি হাটে গালামাল পট্টিতে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন তছলিম উদ্দিন। শনিবার ভোররাতে তার দায়িত্বে থাকা এলাকায় সাহেব আলী নামে একজনের গালামাল দোকানে চুরি হয়। এ সময় স্থানীয়রা এক চোরকে আটক করেন। আটক চোর রমজান আলী (১৪) পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। আটক চোর রমজান আলী উপস্থিত লোকজনকে বলে, নৈশপ্রহরী তছলিমও চুরির সাথে জড়িত। এ কথা শুনে কোনো বাজবিচার না করে স্থানীয় জনতা তছলিমকেও গণপিটুনি দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, গালামাল দোকান চুরির ঘটনায় একটি এবং গণপিটুনিতে নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement