২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

অর্পিত সম্পত্তিতে ঘর তুলতে বাধা দেয়ায় দু’জনকে কুপিয়ে জখম
অর্পিত সম্পত্তিতে ঘর তুলতে বাধা দেয়ায় সন্ত্রসীরা দু’জনকে কুপিয়ে ও আরো তিনজনকে পিটিয়ে আহত করেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। গত ২ আগস্ট ভোররাত ৪টায় ওই জমিতে জোরপূর্বক ঘর তুলে দখলে নেয়ার চেষ্টা চালালে এতে হারুন-অর রসিদ বাধা দেন। এতে বিবাদি পক্ষ হামলা চালিয়ে পাঁচজনকে মারাত্মক আহত করে। পরে শহিদ বেপারীকে প্রধান আসামি করে টঙ্গীবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। মুন্সীগঞ্জ সংবাদদাতা

হাতিয়ায় জোয়ারের পানিতে
ডুবে গৃহবধূর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে জলি রানী দাস (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ সুখচর ইউনিয়নের চরআমান উল্যা গ্রামের বিশ্বরুপ দাসের স্ত্রী। গত শুক্রবার সকালে উপজেলার সুখচর ইউনিয়নের চরআমান উল্যা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে জলি পানিতে পড়ে যান। তবে তিনি খিঁচুনি রোগে আক্রান্ত থাকায় পানি থেকে আর উঠতে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাড়ির পাশে পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নোয়াখালী সংবাদদাতা

সোনারগাঁওয়ে অটোচালক নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের আশু মোল্লা নামে এক অটোরিকশাচালক দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা বাদি হয়ে শুক্রবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে আশু মোল্লা বের হন। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নোয়াখালীতে ২ মানবপাচারকারী গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলোÑ উপজেলার জিরতলি ইউনিয়নের উত্তর জিরতলী গ্রামের মৃত ফেঞ্জু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন কালা মিয়া (২৮)। বিবি কুলছুম নামে এক নারীর অভিযোগের সূত্র ধরে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা একটি সঙ্ঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। নোয়াখালী সংবাদদাতা

নেত্রকোনায় সংঘর্ষে পুলিশ
ও নারীসহ আহত ২১
নেত্রকোনার মদন উপজেলায় দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ ও নারীসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। গত শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার পাঁচআমলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি রিপন ও মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় স্থানীয় জনতা বাজারে চাঁন মিয়ার দোকানে তুচ্ছ ঘটনার জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মদন থানার ওসি রমিজুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নেত্রকোনা সংবাদদাতা

শরণখোলায় ৬ বাড়ি ও
মোবাইল শো-রুমে চুরি
বাগেরহাটের শরণখোলায় একটি মোবাইলের শো-রুমে চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চোরের দল উপজেলার রায়েন্দা বাজারে রুবেল টেলিকম নামের শো-রুমের শাটার কেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট নিয়ে যায়। শো-রুমের মালিক রুবেল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। শুক্রবার সকালে দোকানে এসে দেখেন শাটার কাটা এবং ভেতরে ডিসপ্লে শোকেজগুলো ফাঁকা। এ ব্যাপারে শরণখোলা থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, ইতোমধ্যে কিছু চিহ্নিত চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পেট্রোলিং নিশ্চিত করতে জনসচেনতা সৃষ্টির ব্যবস্থা নেয়া হচ্ছে। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শিবচরে তুচ্ছ ঘটনা নিয়ে
বিরোধে একজন নিহত
মাদারীপুরের শিবচরে পাট জাগ দেয়ার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে বর্ষায় ভেসে আসা কচুরিপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাতুব্বরের সাথে তারই চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়। এ সময় অনেকে আহত হন। শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

টঙ্গী তা’মীরুল মিল্লাত
মাদরাসায় বৃক্ষরোপণ
টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ক্যাম্পাসে গত শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হয়। তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মাদরাসা প্রাঙ্গণে তিনি নিজ হাতে বিভিন্ন ফলদ গাছের চারা রেপাণ করেন। বৃক্ষরোপণকালে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, প্রফেসর আবুল কালাম আজাদ, মাওলানা মাহতাব উদ্দিন, মাওলানা নূরুল হক, ছাত্র প্রতিনিধি খায়রুল আনাম, ইব্রাহিম শিশির প্রমুখ। টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement