২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাউফলে উপজেলা প্রকৌশলী বরখাস্ত

-

অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এলজিইডির পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন মির্জাগঞ্জ উপজেলায় কর্মরত অবস্থায় কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ স্পেসিফিকেশন মোতাবেক বাস্তবায়ন করেননি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করে নির্মাণকাজে ব্যাপক অনিয়মের প্রমাণ পান। ভবনটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা সত্ত্বেও উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন ঠিকাদারের সাথে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চূড়ান্ত বিল পরিশোধ করেছেন। এতে এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত না হওয়ায় সুলতান হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ৩০ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রকৌশলী সুলতান হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এ দিকে সুলতান হোসেন বরখাস্ত হওয়ার খবরে বাউফলে ঠিকাদারদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ দিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, আমি কোনো অন্যায় করিনি।


আরো সংবাদ



premium cement