২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

রানীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে বৃহস্পতিবার দুপুরে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও মুশা মাস্টার উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদি হয়ে মুশা মাস্টারসহ ১৪ জনের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানীকে (২২) গ্রেফতার করে। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ
৩ গ্রাম্য মাতবর আটক
বগুড়ার শেরপুর উপজেলার খানপুরে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি গ্রাম্য বিচারের মীমাংসা করে দেয়ার অভিযোগে তিন মাতব্বরকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। ৬ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর দহপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, গত বুধবার বিকেলে গ্রামের প্রতিবন্ধী এক শিশুকে (১৪) নানা প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোলাইমান আলীর ছেলে ঈমান আলী (৪০)। ঘটনাটি জানাজানি হলে ওই মেয়ের বাবার বাড়িতে সমঝোতা বৈঠকের আয়োজন করে এলাকার কয়েকজন মাতব্বর। শেরপুর (বগুড়া) সংবাদদাতা।

করিমগঞ্জে হাওরে শিশুর মৃত্যু
১১ ঘণ্টা পর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রোমানের (১১) লাশ ১১ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের মদন গ্রামের সামনে ডুবু সড়কের প্রায় এক কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রোমান মদন গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং মদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। সাঁতার না জানা রোমান তার দুই ফুফু এবং প্রতিবেশী শিশুদের সাথে গ্রামের সামনে ডুবু সড়কের পাশে হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। কিশোরগঞ্জ সংবাদদাতা।

রানীনগরে ব্যবসায়ী রুঞ্জু হত্যা
মামলার আসামি গ্রেফতার
নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল গ্রামের ব্যবসায়ী রুঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিরোনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। হিরোন রাতোয়াল রাগালগাছি পাড়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। গত বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলাম জানান, মামলার তদন্তকালে রুঞ্জু হত্যার সাথে সম্পৃক্ত থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে হিরোনের শ্বশুর বাড়ি একই উপজেলার ভাণ্ডারা গ্রাম থেকে হিরোনকে গ্রেফতার করা হয়। রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

বগুড়ায় ঝগড়া থামাতে
গিয়ে যুবক নিহত
বগুড়ার গাবতলীতে দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে অমিত রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিত রায় একই গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। জানা গেছে, একই গ্রামের রিফাত নামে এক যুবকের সাথে নিহত অমিতের অষ্টম শ্রেণী পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রিফাত এবং ওই স্কুলছাত্রীর পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করেন। এতে অমিত মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, এনামুলকে গ্রেফতার করতে অভিযান চলছে। বগুড়া অফিস

মোল্লাহাটে শত্রুতার
জেরে গরু চুরি
বাগেহাটের মোল্লাহাটে পূর্বশত্রুতার জেরে একটি পরিবারের গোয়াল থেকে পাঁচটি গরু দুর্ধর্ষ প্রতিপক্ষ চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার গাংনী রহমতপাড়া এলাকার মো: ফিরোজ শেখের গোয়ালের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের সন্দেহজনক ১০ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন ফিরোজ শেখ। গরুগুলোর দাম তিন লক্ষাধিক টাকা। স্থানীয় গাংনী পুলিশ ক্যাম্প আইসি উপ-পুলিশ পরিদর্শক আবু তাহেরকে তার ০১৭১২৯৯২৯১৪ মোবাইলে ফোন করলে তিনি বলেনÑ প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে। মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা

পোরশায় অজ্ঞাত রোগে
একাধিক গরুর মৃত্যু
নওগাঁর পোরশা মশিদপুর ইউনিয়নের ফুলবাড়ি গুন্দইল গ্রামে অজ্ঞাত রোগে একাধিক গরুর মৃত্যু হয়েছে। গত বুধবার পর্যন্ত ওই গ্রামে সাতটি গরু মারা গেছে বলে জানা গেছে। কি রোগে গরুগুলো মারা যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়রা কেউ সঠিক বলতে পাচ্ছেন না। ফলে ওই গ্রামের গরু মালিকরা আতঙ্কে রয়েছেন এবং ভয়ে তাদের গরুগুলো বিক্রি করে দিচ্ছেন। ৮ নম্বর ওয়ার্ড সদস্য রায়হান কবির জানান, ঈদের কয়েক দিন পূর্ব থেকে হঠাৎ গরুর অজ্ঞাত রোগটি দেখা দেয়। এই রোগটিতে আক্রান্ত হয়ে গরু কাঁপতে শুরু করে এবং পাঁচ মিনিটের মধ্যেই মারা যায়। পোরশা (নওগাঁ) সংবাদদাতা

জীবননগরে যুবকের
ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা মাঠপাড়া গ্রামে মাসুদ রানা (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ শুক্রবার সকালে তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা মানুষিক বিকারগ্রস্তের কারণে রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যুবক মাসুদ রানা উপজেলার বাঁকা মাঠপাড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার সৈয়দ হোসেনের ছেলে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস অনলাইন ক্লাসে যাচ্ছে জবি : বন্ধ থাকবে পরীক্ষা

সকল