২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শ্রীবরদীর বনাঞ্চলে সুফল বাগান

-

ময়মনসিংহ বন বিভাগের আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের বালিজুরি রেঞ্জের অধীনে চারটি বন বিট রয়েছে। বিটগুলো হচ্ছে বালিজুরি সদর, মালাকোচা, কর্ণঝোড়া ও ডুমুরতলা বিট। আড়াই যুগ আগে গারো পাহাড়ের এসব বনে ছিল দেশীয় ফলদ বৃক্ষ, ঔষধি গাছ আর শাল-গজারির সমারোহসহ নানা জাতের বৃক্ষ। ছিল বিভিন্ন প্রজাতির পাখি ও বন্য প্রাণির অভয়ারণ্য। সর্বদাই পাখির কলকাকলিতে মুখরিত ছিল এসব বনাঞ্চল। বনদস্যুরা প্রাকৃতিক বন ধ্বংস করার পর সরকার এখানে উডলট বাগান সৃজন করে। কিন্তু উডলট বাগানের বৃক্ষ ছিল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ফলে প্রকৃতি হয়ে ওঠে রুক্ষ ও বৈরী ভাবাপন্ন। পাহাড়ে বন্য প্রাণির খাদ্য না থাকায় বিলুপ্ত হয়েছে জীববৈচিত্র্য।
এসব বনে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ও অনুকূল জলবায়ুর জন্য বন বিভাগের অধীনে ২০১৯-২০ অর্থবছরে সৃজন করা শুরু হয় টেকসই বন ও জীবিকা (সুফল) বাগান। বনে সুফল বাগান সৃজনে প্রকৃতি ফিরে পাবে আগের অবস্থা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বালিজুরি রেঞ্জের চারটি বিটে ৫০০ হেক্টর জমিতে রোপণ করা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার প্রাকৃতিক বৃক্ষ। এসব বৃক্ষের মধ্যে রয়েছে শাল, আমলকী, হরতকী, বহেড়া, অর্জুন, জারুল, সোনালু, গর্জন, চাপালিশ, নেওর, ডেওয়া, কানাইডিঙ্গা, জাম, লটকন, রক্ত চন্দন, বেল, জলপাই, তেঁতুল, কাঠবাদাম, কাজুবাদাম, নিম, কড়ই, হুছা ও মাকড়া ইত্যাদি।
এ অঞ্চলের সচেতন মহল মনে করে সুফল বাগান বাস্তবায়ন হলে এ অঞ্চলে বিলীন হয়ে যাওয়া জীববৈচিত্র্য আবার ফিরে আসবে। আবারো প্রাণিকুল বনে ফিরে এলে বনাঞ্চল ফিরে পাবে স্বকীয়তা। ঘন সবুজের সমারোহে নয়নাভিরাম সৌন্দর্যের বনভূমিতে পরিণত হবে এ অঞ্চল।
বালিজুরি সদর বিট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সুফল বাগান বাস্তবায়ন হলে জলবায়ুর পরিবর্তন ঘটানোর জন্য প্রাকৃতিক বন সৃষ্টির ফলে প্রাণিকুলের আসাস্থল তৈরি হবে। প্রাকৃতিক বন সৃষ্টি হলে বনে জীববৈচিত্র্য ফিরে আসবে। এতে করে এ অঞ্চলের খেটে খাওয়া অবহেলিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এসব লোকের সমন্বয়ে পাড়ায় পাড়ায় ২৯ বা ৩০ সদস্যবিশিষ্ট বাগান কমিটি করা হবে এবং তাদের স্বাবলম্বী করার জন্য এনজিওর মাধ্যমে সহজ শর্তে ঋণ দেয়া হবে।
এর ফলে ছোট ছোট প্রকল্প যেমন হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হবে অনেক পরিবার। তা ছাড়া সুফল বাগানের ফলে মাটির ক্ষয় রোধ হবে।


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল