২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
স্কুলশিক্ষিকার আত্মহত্যা

চিতলমারীতে আরেক সুদ কারবারি গ্রেফতার

-

বাগেরহাটের চিতলমারীতে সুদখোরদের নির্মম অত্যাচার-নির্যাতনে স্কুলশিক্ষিকা হাসিকনা বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় সুনীল বিশ্বাস (৫০) নামে আরো এক সুদ কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুড়ালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুনীল বিশ্বাস কুড়ালতলা গ্রামের অতুল বিশ্বাসের ছেলে এবং মামলায় এজাহার নামীয় ৬ নম্বর আসামি। সুনীল বিশ্বাসকে গতকাল বুধবার সকালে আদালতে পাঠানো হয়। এর আগে পুলিশ ২৪ জুলাই রাতে ‘হিটলিস্টে’ থাকা সুদ কারবারি রেফাজুল খানকে (৩৮) গ্রেফতার করে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, সুদ কারবারিদের তিরস্কার-গালিগালাজ ও অত্যাচার-নির্যাতন সহ্য না করতে পেরে ২০ জুলাই নিজ বসতঘরে আত্মহত্যা করেন হাসিকনা বিশ^াস। তিনি উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং খড়মখালি গ্রামের যুগল কান্তি ডাকুয়ার স্ত্রী। মৃত্যুর দুই দিন পর ২২ জুলাই স্বামী যুগল কান্তি ডাকুয়া বাদি হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে চিতলমারী থানায় মামলা করেন। এর পর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুড়ালতলা এলাকা থেকে সুনীল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, চিতলমারীতে সুদের ব্যবসা বন্ধ ও মাদকমুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement