২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খানাখন্দে বেহাল খেয়ারহাট সাহেরখালী বেড়িবাঁধ সড়ক

-

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের খেয়ারহাট-বেড়িবাঁধ সড়ক খানাখন্দে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে যাতায়াতকারীদের গ্রীষ্মের মৌসুমে কোনোভাবে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় সূত্র জানায়, সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার খেয়ারহাট থেকে বেড়িবাঁধ সড়ক (হৈয়ামিয়া-ছেরাছমিয়া) প্রায় তিন কিলোমিটার সড়কে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে খেয়ারহাট থেকে ৭০০ মিটার কার্পেটিং হলেও নামার বাজার থেকে আমতল, আমতল থেকে বেড়িবাঁধ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা যায়, সড়ক নির্মাণে ব্যবহৃত ইট, কংক্রিট অনেকটা উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। গত কয়েক দিনের বৃষ্টির পানি রাস্তায় জমে কাদায় একাকার হয়ে আছে। পশ্চিম মায়ানী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক জানান, রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে হাঁটু পরিমাণ কাদা হয়। কাদা মাড়িয়েই স্থানীয়দের যাতায়াত করতে হয়। এনামুল হক, জাকারিয়াসহ আরো কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট এলেই এ সড়ক সংস্কার করে দেয়ার প্রতিশ্রুতির ফুলঝুরি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু নির্বাচন পার হয়ে গেলে তাদের আর খবর থাকে না। তাদের দাবি, দ্রুত এ সড়কের সংস্কার কাজ করে মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করার।
১৬ নং সাহেরখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ইতোমধ্যে দক্ষিণ মঘাদিয়া এলাকার খেয়ারহাট থেকে বেড়িবাঁধ সড়কে প্রায় ৭০০ মিটার কার্পেটিং কাজ শেষ হয়েছে। বাকি প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা টেন্ডার প্রক্রিয়াধীন। আশা করছি শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শেষ করে আমরা কাজ শুরু করতে পারব।

 


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল