২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হোসেনপুর-কাওনা সড়কের কাজ বন্ধ : দুর্ভোগ চরমে

-

কিশোরগঞ্জের হোসেনপুর-কাওনা-ঢাকাগামী তিন কিলোমিটার রাস্তার কাজ তিন বছরেও শেষ হয়নি। হোসেনপুর হাসপাতাল মোড় থেকে দ্বিপেশ্বর গোলচত্বর হয়ে কাওনা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য খুঁড়ার পরও দীর্ঘ দিন ধরে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে যানবাহন চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই ভুক্তভোগীরা রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয়রা জানান, তিন বছর আগে সংস্কারের জন্য ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেয় স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদফতর। ইতোমধ্যে কাজের প্রায় ৬০ শতাংশ সম্পন্ন করার পর হোসেনপুর হাসপাতাল মোড় থেকে দীপেশ্বর গোলচত্বর হয়ে কাওনা পর্যন্ত রাস্তাটি খুঁড়ে রেখে দীর্ঘ দিন ধরে কাজ বন্ধ রেখেছে। রাস্তাটি খুঁড়ে রাখায় যাতায়াতের অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। কাওনা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন, দ্বীপেশ্বর গ্রামের মুনসুর, হোসেনপুর মহিলা কলেজের ছাত্রী বেলী আক্তারসহ অনেকেই জানান, রাস্তার মূল অংশ খুঁড়ে রাখায় গাড়িগুলো ফুটপাথ দিয়ে যাতায়াত করছে। এতে পথচারীরা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারা এ বিষয়ে জরুরি প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের ঠিকাদারকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী এ জেড মোহাম্মদ রাকিবুল আহসান জানান, রাস্তাটির বিভিন্ন অংশের কাজ কেন বন্ধ তা জানতে চেয়ে ইতোমধ্যে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। তবে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি ওই সড়কের কাজ সম্পন্নের আশ্বাস দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement