২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মানিকছড়িতে পাহাড়ি ঢালে ঝুঁকিপূর্ণ বসবাস

-

মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ি ঢালে ঝুঁকিতে রয়েছে শত শত বসতবাড়ি। টানা বর্ষায় সে শঙ্কা আরো বেড়েছে বলে মনে করছেন স্থানীয় যুব রেড ক্রিসেন্ট। উপজেলা প্রশাসনের উদ্যোগে তারা ঝুঁকিপূর্ণ বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করছেন বলে জানিয়েছেন তারা।
সরজমিনে দেখা গেছে, পাহাড় ঘেরা মানিকছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ি ঢালে অপরিকল্পিতভাবে বাসস্থান গড়ে তুলেছে একশ্রেণীর মানুষ। প্রশাসনের দৃষ্টির আড়ালে পাহাড় কেটে ঢালু অংশে পাকা-আধাপাকা বসতঘর নির্মাণ করে তারা জীবন যাপন করছেন। জীবনের ঝুঁকির সাথে প্রাণহানির শঙ্কা থাকলেও তারা অনায়াসে সেসব ঘরে দিন যাপন করছে এসব মানুষ। উপজেলা সদরের রাজপাড়া, মুসলিমপাড়া মধ্যম ও উত্তর, মাস্টারপাড়া, এক সত্যাপাড়া, হাজীপাড়া, মলঙ্গীপাড়া, গুচ্ছগ্রাম, মহামুনি, লেমুয়া, তিনটহরী, গাড়িটানা, যোগ্যাছোলা, কালাপানি, ছদুরখিল, বড়বিল, তুলাবিল, ডাইনছড়ি, বাটনাতলী, হাতিমুড়া, ওসমানপল্লী, গচ্ছাবিলসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার পরিমাণ বেশি। গত চার দিনের টানা বর্ষণে এসব এলাকায় পাহাড় ধসে পড়তে শুরু করেছে। উপজেলা প্রশাসন এসব এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় মাইকিং করেছে। উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশরাফুল ইসলাম জানিয়েছে, পাহাড়ের ঢালুতে অপরিকল্পিত বসবাসকারীদের জীবন হুমকির মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষে আমরা জনসচেতনতায় কাজ করছি।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেন, গত চার দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি এমনিতেই ভঙ্গুর হয়ে পড়েছে। এর মধ্যে যারা অপরিকল্পিত স্থাপনা গড়ে বসবাস করছে তাদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে বলা হচ্ছে। এ বিষয়ে চারটি ইউনিয়নের সব চেয়ারম্যান, মেম্বারসহ সবাইকে জনসচেতনতা বাড়াতে এবং যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে অপরিকল্পিত ঘরবাড়িতে বাস করছে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement