২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাবনায় বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মানববন্ধন

-

পাবনায় বন্দুকযুদ্ধের নামে যুবলীগ কর্মী তানজিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে পাবনা শহরের টেকনিক্যাল মোড়ে সদর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ভিপি মাসুদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশের বিরুদ্ধে মেধাবী ছাত্র নিহত তানজীবকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়। পুলিশ টাকার বিনিময়ে তাকে হত্যা করেছে। তারা তানজীব হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
নিহত তানজীবের মা বলেন, তানজীবকে মিথ্যা অপবাদ দিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করে গোটা দেশ ও জাতিকে হতাশ করা হয়েছে। দেশের পুলিশ বিনা অপরাধে তাকে হত্যা করেছে। নিহত তানজীবের স্ত্রী মেঘনা খাতুন বলেন, প্রভাবশালী দোসররা পুলিশকে টাকা দিয়ে বন্দুকযুদ্ধের নামে আমার স্বামীকে হত্যা করেছে। আমার স্বামীর পায়ের রগ কাটা ছিল এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্নহ্ন ছিল। তিনি বলেন, তানজীব তো পুলিশের কাছে আটক ছিল তাহলে বন্দুকযুদ্ধ করল কেমন করে।


আরো সংবাদ



premium cement