২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চরফ্যাসনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা : মামলা নিচ্ছে না পুলিশ

-

ভোলার চরফ্যাসনের চরকলমীর আব্দুল বাছেদের মেয়ে সামছুন নাহারকে (১৯) বিয়ের আট মাস না যেতেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য হত্যা করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এমন কি নির্যাতনের কারণে দুই মাস আগে তার গর্ভেই মারা যায় ছয় মাসের সন্তান। এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করে শনিবার ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সামছুন নাহারের মা খাদিজা বেগম। এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তবে দুলারহাট থানার ওসি ইকবাল হোসেন জানান, তার কাছে কেউ অভিযোগ দিতে যায়নি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে হত্যার প্রমাণ পেলে পুলিশ মামলা করবে। সুরতহাল রিপোর্টে ওই নারীর শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামছুন নাহারের বোন নিলুফা বেগম, ভাই নজরুল ইসলাম, ফুফাতো ভাই বেলাল হোসেন, চাচা আফজাল হোসেন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement