২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কলাপাড়ায় কাঠেরপুল ভেঙে বিচ্ছিন্ন ৩ ইউনিয়ন

-

কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ও মিঠাগঞ্জ দুই ইউনিয়নের চরপাড়া পয়েন্টে ভাড়ানির খালে কাঠেরপুল ভেঙে পার্শ্ববর্তী তিনটি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ট্রলারের ধাক্কায় পুলটি ভেঙে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। এতে দুর্র্ভোগে পড়েছে ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ ও মহিপুর ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ। একইভাবে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পুল দিয়ে স্কুলে যাতায়াত করায় তারা বিপাকে পড়ায় ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার করছে শিশু, নারী, বয়োবৃদ্ধসহ স্কুলগামী শিক্ষার্র্থীরা। সরেজমিন জানা যায়, গত ৬ জুলাই সোমবার বিকেলে ইঞ্জিনচালিত এক ট্রলারের ধাক্কায় কাঠেরপুলটি ভেঙে যায়। ওই সময় পুলে কোনো মানুষ না থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
মিজানুর রহমান বাচ্চু জানান, কাঠের পুলটি ভেঙে যাওয়ায় এ পথে চলাচলকারী তিনটি ইউনিয়নের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি ভাড়ানি খালের ওপর স্থায়ী গার্ডার সেতু নির্মাণ করা খুবই জরুরি বলে মনে করছেন। ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত স্থায়ী সেতু নির্মাণের চেষ্টা চলছে। তিনি বলেন, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এ পুল দিয়ে যাতায়াত করেন। এখানে একটি গার্ডার সেতু প্রয়োজন বলেও মনে করছেন তিনি।
কলাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহর আলি জানান, এলাকার ১৯ টি আয়রন ব্রিজের এখন বেহাল অবস্থা। বেশির ভাগ আয়রন ব্রিজের কাঠামো ভেঙে গেছে। ওই স্থানে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। উপজেলার ডালবুগঞ্জ ও মিঠাগঞ্জ দুই ইউনিয়নের চরপাড়া পয়েন্টে ভাড়ানির খালের ওপর নির্মিত কাঠের পুলের স্থানে কিছু দিনের মধ্যে গার্ডার ব্রিজের তালিকা পাঠানো হবে বলে জানান তিনি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক জানান, ঘটনাটি শুনেছি। ওখানে এলজিইডি অথবা পিআই অফিসের মাধ্যমে স্থায়ীভাবে ব্রিজের ব্যবস্থা করার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement