২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সেনবাগে বালু উত্তোলনে হুমকিতে সড়ক বসতবাড়ি কবরস্থান

-

নোয়াখালীর সেনবাগে প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করছে। এতে স্থানীয় একটি বিদ্যালয়ের সড়ক, বসতবাড়ি ও কবরস্থান হুমকির মুখে পড়েছে। সম্প্রতি ভুক্তভোগী ও বালু উত্তোলনকারীদের মধ্যে এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি সদস্য বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেন। স্থানীয়রা জানায়, বীজবাগ ইউপির মধ্য বীজবাগ মুন্সী প্রকাশ মাওলানা ওবায়দুল হকের বাড়ির মাসুদ ও ইউসুফ স্থানীয় নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের পাশে ঠাকুর পুকুরের মাঝে জোর করে দুই-তিনটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। সাথে সাথে ভুক্তভোগীরা বালু উত্তোলনে বাধা দেয়। এই নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে সৃষ্টি হয় উত্তেজনা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ঘটনাস্থলে পৌঁছে মেশিন বন্ধ করে দেন। ইউপি সদস্য বলেন, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় সেতু, কালভার্ট, সড়ক, মহাসড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে সড়কের ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ বিষয়ে বালু উত্তোলনকারী ইয়াহিয়া মাসুদ বলেন, আমার কাছে ইজারা থাকা পুকুরে আমাকে না বলে ড্রেজার দিয়ে বালু তুলতে অনুমতি দেয়া হয় ইব্রাহিমকে। পরে ইউসুফও বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন লাগায়। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয়। সেনবাগ ইউএনও সাইফুল ইসলাম মজুমদার বলেন, আমরা এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement