২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কুমারখালীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৪

-

কুমারখালীর পদ্মা নদীতে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনায় ৯ জন সাঁতরে কূলে উঠতে পারলেও এখনো আরো চারজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ডিঙি নৌকায় পদ্মা পার হয়ে উলুঘাস কাটতে চরে যাচ্ছিল ১৩ দিনমজুর। এক নৌকায় ৯ জন ও অপর নৌকায় চারজন নিয়ে নৌকা দু’টি নদীর কূল থেকে মাঝামাঝি যেতেই পানির প্রবল স্রোতে নৌকা দু’টি ডুবে যায়। এতে ৯ জন সাঁতরে কূলে উঠতে পারলেও এখনো চারজন নিখোঁজ রয়েছে।
তারা হলো ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজুর ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।
সাঁতরে উঠে আসা ব্যক্তিরা হলো একই এলাকার তুকা প্রামাণিকের ছেলে জহির (৩৩), কটার ছেলে বিপুল (৩০), আমজাদের ছেলে বকুল (৪০), শাহজামালের ছেলে সাজু (৩৫), ফজলের ছেলে তদে (৩২), আগার ছেলে সুলতান (৩০), মানিকের ছেলে মনসুর (৩২), খবিরের ছেলে জামিন (৩০) ও শামিমের ছেলে রিফাত (১৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, করিমন গাড়িতে এসে ডিঙি নৌকায় নদী পার হয়ে উলুঘাস কাটতে যাওয়ার সময় দু’টি নৌকা ডুবে যায়। এরপর সাঁতার কেটে ৯ জন নদীর কূলে উঠে এলেও চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়ায় তারা এখন সুস্থ।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয়কুমার বিশ্বাস জানান, পাবনার ফায়ার সার্ভিস দল কাজ করছে। রাজশাহী থেকে আরো একটি ডুবুরি দল আসছে। বর্তমানে নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা দু’টিও পাওয়া যায়নি।

 

 


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল