২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাবিখার ৩০ টন গমভর্তি ট্রাক আটক

-

খুলনার কয়রা খাদ্যগুদাম থেকে সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ৩০ মেট্রিকটন গম আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। ৩০ জুন মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি বাজার থেকে দু’টি ট্রাক ভর্তি ওই গম আটক করা হয়। আটককৃত গমের বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কপিলমুনি বাজার থেকে ৩০ মেট্রিকটন গমসহ যশোর মেট্রো-ট ১১-১৮৩৪ ও ঢাকা মেট্রো-ট ১৩-২০৩৪ নম্বরের দু’টি ট্রাক আটক করা হয়। আটককৃত এ গম কয়রা উপজেলার ঘুগরাকাটি খাদ্যগুদাম থেকে সাতক্ষীরায় নেয়া হচ্ছিল। ট্রাকচালকের কাছে থাকা কাগজপত্র (ডিও লেটার) অনুযায়ী গত ২৮ মে কয়রা উপজেলার মালিখালি আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের জন্য ১১৫ মেট্রিকটন গম প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির অনুকূলে ছাড় করা হয়।


আরো সংবাদ



premium cement