২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পুঠিয়ায় ডাক্তার সঙ্কটে রোগীদের দুর্ভোগ

-

করোনাকালে চিকিৎসাসেবা পাচ্ছেন না রাজশাহীর পুঠিয়াবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে আছেন মাত্র চারজন। এ দিকে দীর্ঘ দিন ধরে উপজেলার পাঁচটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। এতে পুঠিয়াসহ পাশের সীমান্তবর্তী কয়েকটি উপজেলা থেকে আসা শত শত রোগী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা যায়, ২৮ জন চিকিৎসকের মধ্যে ৯টি পদ শূন্য ও ৮টি পদের চিকিৎসকরা আছেন প্রেষণে। বাকিরা করোনাভাইরাসের প্রভাব দেখা দেয়ায় এখানে আর আসছেন না। এ ছাড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একজন চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা করবেন। কিন্তু ফার্মাসিস্ট দিয়ে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রগুলো। আর স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে রয়েছেন মাত্র চারজন চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত একজন সহকারী চিকিৎসক বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রাজশাহী মহাসড়কের সাথে হওয়ায় জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমা আক্তার চিকিৎসক সঙ্কটের বিষয়টি স্বীকার করে বলেন, চিকিৎসক সঙ্কটের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 


আরো সংবাদ



premium cement