১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

শায়েস্তাগঞ্জে ভুতুড়ে বিলে অসহায় গ্রাহকরা

-

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ভেল্কিবাজি ও ভুতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ভুক্তভোগীদের অভিযোগ, করোনাকালে ভুতুড়ে বিল কারো কারো অন্যান্য সময়ের চেয়ে দুইগুণ-তিনগুণ পর্যন্ত বেড়েছে। অলিপুরের রবিন মিয়া জানান, গত মাসে তিনি প্রতিদিন ৪টায় দোকান বন্ধ করে চলে গেছেন। অথচ তার দ্বিগুণ বিল এসেছে। পল্লী বিদ্যুতের কর্মচারীরা স্পট থেকে মিটারের রিডিং না নিয়ে অফিসে বসেই মনগড়া রিডিং নির্ধারণ করে বিল করছেন বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মোতাহের হোসেন জানান, আমাদের একটি পাওয়ার ট্রান্সমিটার বিকল ছিল। আর ভুতুড়ে বিলের বিষয়ে তিনি বলেন, করোনায় জনবল সঙ্কট ছিল। সবাই ঠিকমতো রিডিং লিখে আনতে পারেননি। যাদের অতিরিক্ত বিল এসেছে অভিযোগ জানালে তাদের বিল অবশ্যই সংশোধন করা হবে।

 


আরো সংবাদ



premium cement