১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিংগাইরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের সর্বনাশ

-

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল মৌজায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ল কৃষকের স্বপ্ন। চলতি বোরো মৌসুমে প্রায় ২০ একর জমির ধান ইটভাটার ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে। যে সময়ে কৃষক হাসিমুখে ধান ঘরে তোলার কাজে ব্যস্ত থাকার কথা সে সময়ে তারা ধান ক্ষেতে বসে আহাজারি করছেন।
এ দিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ওই চকের ৩৩ জন কৃষকের প্রায় ২৪ থেকে ৩০ একর জমির আধাপাকা ধান ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সম্পূর্র্ণ নষ্ট হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা এমন তথ্য পেয়েছেন। তবে এ তথ্যের ভিত্তিতে কৃষি অফিস শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করতে পারবেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণে তাদের কিছু করার নেই বলে তারা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ঈদের আগে ইটভাটা কর্তৃপক্ষ তাদের ভাটার কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় ইটভাটা ছেড়ে দেয়া বিষাক্ত ধোঁয়ায় উত্তর পাশের জমিগুলোর আধাপাকা ধান নষ্ট হয়ে যায়। কৃষকের সারা বছরের স্বপ্ন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় চারটি প্রজেক্টের ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জনাব আলী, আবেদ আলী, আলমগীর ও রতন অভিযোগ করে বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় আমাদের সর্বনাশ হয়েছে। সারা বছরের খাবার ধোঁয়ায় পুড়ে জমিতেই শেষ। পরিবার-পরিজন নিয়ে খাদ্য সঙ্কটের আশঙ্কাও করছেন তারা। এ দিকে ধানের পাশাপাশি ওই ধোঁয়ায় আখসহ অন্যান্য ফসলাদিও নষ্ট হয়েছে।
অভিযুক্ত ইটভাটা রনি ব্রিকসের ম্যানেজার মোশারফ হোসেন বলেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি ইটভাটার ধোঁয়ার কারণে ফসল নষ্ট হয়নি। আবহাওয়াগত কারণে এ রকম হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান ধান নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, অসতর্কভাবে ইটভাটার আগুন নেভানোর কারণে ক্ষতিকর ধোঁয়ায় এমন ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, ইটভাটার মালিক অবশ্যই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিবেন। না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল