২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ভোলায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে গেল লঞ্চ

-

প্রায় দুই মাস পর কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত সাপেক্ষে চালু হয়েছে ভোলার সাথে রাজধানীসহ দেশের মূল ভূখণ্ডের লঞ্চ চলাচল। এতে যাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করলেও অধিকাংশ যাত্রী সতর্কতা অবলম্বন না করায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। অনেক যাত্রীই মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। অন্য দিকে অতিরিক্ত যাত্রীর চাপে নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ছাড়ছে লঞ্চ। ফলে বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা অসংখ্য যাত্রী।
ভোলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর রোববার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে দিনের প্রথম ছেড়ে যায় এ্যাডভেঞ্চার-৫ লঞ্চ। ৬০০ জন যাত্রীর ধারণ ক্ষমতাসম্পন্ন লঞ্চটি করোনাকালে সরকার নির্ধারিত ৩০০ জন যাত্রী নিতে পারবে। সকাল সাড়ে ৮টায় ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা লঞ্চটির। কিন্তু ৭টা ২০ মিনিটেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চটি ঘাট ছেড়ে যায়। ফলে আগে যারা ওই লঞ্চের টিকিট কিনেছেন তারা ঘাটে এসে বিপাকে পড়েছেন।
যাত্রীরা জানান, ঈদের আগে অনেক কষ্ট করে অধিক ভাড়া গুণে পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি এসেছিলেন। এখন অফিস খোলায় আবার রাজধানীতে ফিরে যাচ্ছেন। তবে ঘাটে এসে দেখলেন ঘাটে সিন্ডিকেট করে বেশি দামে টিকিট বিক্রি করে যাত্রী তোলা হচ্ছে। আর যারা আগে টিকিট কেটেছেন তাদের না নিয়েই নির্ধারিত সময়ের আগে ছেড়ে চলে যায় লঞ্চ। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়ে প্রায় অর্ধশতাধিক যাত্রী।
এ ঘটনায় এ্যাডভেঞ্চার-৫ এর ম্যানেজার এনামুল হক সবুজ যাত্রীদের দুর্ভোগ লাগব না করে ফোন বন্ধ করে ঘাট ত্যাগ করেন। এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেন।
এ দিকে ইলিশা যাত্রীদের মধ্যে করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতে দেখা যায়নি। অনেক যাত্রীই ছিলেন মাস্ক ছাড়া। আবার কেউ কেউ মাস্ক পড়লেও তা ছিল থুতনিতে লাগানো। লঞ্চ কর্তৃপক্ষকেও কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি। তারা স্প্রে কিংবা দূরত্ব বজায় রেখে যাত্রীদের লঞ্চে ওঠানোর কোনো ব্যবস্থা নেননি। যার ফলে একজনের সাথে আরেকজন ঠেলাঠেলি করে লঞ্চে উঠেছেন।
তবে বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, লঞ্চগুলোকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। কেউ তা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার

সকল