২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

রাজাপুরে পুলিশকে
কোপাল আসামি
ঝালকাঠির রাজাপুরে একটি মাদক মামলার তদন্ত করতে গিয়ে আসামি ইকবাল মল্লিকের (৪৫) দায়ের কোপে পুলিশ কর্মকর্তা এসআই খোকন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এসআই খোকন ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনকে দা দিয়ে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝালকাঠি সংবাদদাতা
পিরোজপুরে মাদক কারবারিদের হামলায় মৃত্যু
পিরোজপুরে মাদক কারবারে বাধা দেয়ায় মাদক কারবারিদের হামলায় বেলাল হোসাইন জসিম নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে মারা গেছেন। শুক্রবার সকালে জেলা হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল। নিহত বেলাল হোসাইন জসিম (৩৮) সদর উপজেলার ভাইজোড়া এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে। ১৬ মে রাতে ভাইজোড়া এলাকায় তাকে ও তার চাচাতো ভাই নাসিম হাওলাদারকে কুপিয়ে জখম করে ভাইজোড়ার চিহ্নিত মাদক কারবারিরা। পিরোজপুর সংবাদদাতা
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে লিচুবাগানি নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে হাবিবুর রহমান (৬০) নামে এক লিচু বাগান মালিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান এ গ্রামের খলিফা পাড়ার আলী হোসেনের ছেলে। হাবিবুর রহমান তার বাগানের গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে একটি বন্যহাতি তেড়ে এসে তাকে শূঁড় দিয়ে পেঁচিয়ে আছার মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
রূপগঞ্জে কাস্টম অফিসার পরিচয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাস্টম অফিসার পরিচয়ে একটি ব্যাটারি কারখানায় ডাকাতি হয়েছে। গত ২৫ মে দক্ষিণ মাসাবো এলাকার রিমসো ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, ঈদের দিন বিকেলে ২৫-৩০ জনের একটি ডাকাতদল কাস্টম অফিসার পরিচয়ে কারখানায় ঢুকে বিকেল থেকে থেকে রাত পর্যন্ত নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করেছেন। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ডাকাতদলকে গ্রেফতারের চেষ্টা চলছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
হরিপুরে শিশু রিমা হত্যার মূল আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু রিমা (৭) হত্যার মূল আসামি রাজুকে (১৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রানীশংকৈল উপজেলার পদমপুর (হাজীপাড়া) গ্রামে অভিযান চালিয়ে খালা মিনারার বাসা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান রাজুর গ্রেফতারের বিষয়টি নিশ্চতি করেছেন। রাজু (১৩) হরিপুর উপজেলার বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের ছেলে। রাজু প্রতিবেশী শিশুকন্যা রিমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ নিজ শয়ন ঘরের মেঝেতে ফেলে রেখে ঘরটি তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যায়। রিমা এ গ্রামের প্রতিবেশী সিরাজুল ইসলামের মেয়ে। হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পিরোজপুরে ভিমরুলের আক্রমণে মৃত্যু
পিরোজপুরে ভিমরুলের আক্রমণে মোমেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোমেন শেখ মারা যান। মৃত মোমেন শেখ (৫৫) পিরোজপুর পৌরসভার ভাইজোড়া এলাকার সিরাজ শেখের ছেলে। পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সালাম জানান, দুপুর ১২টার দিকে নিজ বসতঘরের পেছনে সবজি বাগানে কাজ করার সময় সেখানে ভিমরুল মোমেনকে হুল ফুটায়। পরে মোমেন নিজেই সেই ভিমরুলের বাসা ভেঙে ঘরে যায়। দুপুরে ভিমরুলের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই বেলা সাড়ে ৩টার মারা যান। পিরোজপুর সংবাদদাতা
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গিরিধারীপুর গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্টে চেংটু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত চেংটু মিয়া পৌরসভার বাড়াইপাড়া গ্রামের তমিজ উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর এলাকার গিরিধারীপুর গ্রামে জনৈক সাইফুলের জমিতে ধান কাটতে যান চেংটু মিয়াসহ ছয়জন কৃষক। সেখানে বাতাসে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পর্শ লেগে চেংটু মিয়া বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। গাইবান্ধা সংবাদদাতা
পোরশায় আম সংগ্রহের উদ্বোধন
‘ফলের রাজা আম, আমের রাজা পোরশা’ সেøাগানকে সামনে রেখে চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গাছ থেকে গোপালভোগ জাতের আম নামানোর মাধ্যমে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার পোরশা বড় মাদরাসা সংলগ্ন আমবাগানে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement