২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন বিধবা শরিফন

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন বিধবা শরিফন -

ঝড়ো বাতাসের কবলে পড়ে ঘর ভেঙে পড়ে বিধবা শরিফনের। নতুন ঘর তৈরি করা কিংবা ঘর মেরামত করার সামর্থ্যও ছিল না ৫০ বছর বয়সী শরিফনের। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। শরিফনের এ অবস্থার কথা জানিয়ে নয়া দিগন্ত অনলাইন সংস্করণে গত ২৯ এপ্রিল ‘বিধবা শরিফনের কান্না থামছেই না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ দেখে বিধবার সহায়তায় এগিয়ে এলেন আমেরিকা প্রবাসী ড. রফিকুল খান। নিজ উদ্যোগে শরিফনকে নতুন ঘর করে দিলেন তিনি। ড. রফিকুল খানের স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে শরিফনকে একটি নতুন ঘর করে দেয়া হয়। সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আবুল বাশার ও সংগঠনটির সদস্য রতœ খান বৃহস্পতিবার সাভার গ্রামে বিধবা শরিফন বেগমের বাড়িতে গিয়ে নতুন ঘরের চাবি তুলে দেন। এ সময় তাকে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাসও দেন রফিকুল খানের ভাই রতœ খান। নতুন ঘর পেয়ে খুশি বিধবা শরিফন। সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement