১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কলাপাড়ার খেয়াঘাটে ৫ থেকে ২৫ গুণ ভাড়া আদায়

-

পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী খেয়াঘাটের নির্ধারিত ভাড়ার চেয়ে ক্ষেত্র বিশেষে ৫ থেকে ২৫ গুণ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ইজাদারের স্বেচ্ছাচারিতায় এমনটি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত টাকা না দিলে গালমন্দ ও খারাপ আচরণ এবং প্রতিবাদ করলে লাঞ্ছিত করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়।
জানা যায়, এই পথে চলাচল করে পাঁচ ইউনিয়নের মানুষ। নিত্যপ্রয়োজনে তারা এই খেয়াঘাট পার হয়। খেয়াঘাটের নির্ধারিত ভাড়া চার টাকা হলেও বর্তমানে আদায় করা হচ্ছে ২০ টাকা। এমনকি যাত্রীদের হাতে থাকা ৫ থেকে ১০ কেজি মালামালের জন্য ৫০-৭০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। একটি মোটরসাইকেলের ভাড়া ৮০ টাকা নেয়া হচ্ছে।
সম্প্রতি বালীয়াতলী খেয়াঘাটে দেখা যায়, ঘাট পারাপারে সরকার অনুমোদিত ভাড়া চার্ট ঘাটের সামনে টানানো নেই। কিন্তু আইনে বলা হয়েছে, নোটিশ বোর্ড আকারে সহজে দেখা যায় এমন স্থানে ভাড়ার চার্ট টানাতে হবে। এ দিকে ইজারা অনেক বেশি হয়েছে এমন অজুহাতে এই চাঁদাবাজি চলছে। যেখানে একটি ছাগলের খেয়া ভাড়া হওয়ার কথা চার টাকা, রাখা হচ্ছে ১০০ টাকা করে। প্রতিটি গরু-মহিষ ১০ টাকা, রাখা হচ্ছে ২৫০ টাকা। আট টাকার মোটরসাইকেল ভাড়ায় রাখা হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। সন্ধ্যা গড়াতেই ১০০ টাকা।
উপজেলা প্রশাসনের নির্ধারিত এ ভাড়া রেট অনুযায়ী কলাপাড়ায় অন্তত ২০টি খেয়াঘাট ইজারা দেয় উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, সবগুলোতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুই ঈদসহ বিভিন্ন উৎসবে বিশেষ চাঁদাবাজি চলে এসব ঘাটে। কোনো কৃষক কোরবানির গবাদিপশু পার করলে রাখা হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি।
ঘাটের ইজারাদার মোহাম্মদ মুসা বলেন, ৫ টাকার ভাড়ার ২০ টাকা এমন কথা আমি জানি না। আমার লোকদের সাথে কথা বলে দেখব।
চরবালীয়াতলী গ্রামের ফকরুল আলম বলেন, খেয়াঘাট ইজারাদার ফ্রি স্টাইলে চাঁদাবাজি করে চলছে। এসব অপকর্মের চিত্র কী চোখে পড়ে না স্থানীয় প্রশাসনের? নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদে!
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, আমরা তদন্ত করে দেখছি। লিখিত অভিযোগ বা প্রমাণ পেলে আমাদের খুবই ভালো হতো। ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, ইজারাদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে; যাতে তারা এভাবে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া নিতে না পারে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল