১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বোয়ালমারী ও চৌদ্দগ্রামে আগুন ২ কোটি টাকার ক্ষতি

-

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। খবর পেয়ে পাঁচটি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দিকে কুমিল্লার চৌদ্দগ্রামেও অপর এক অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান সজল জানান, বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সময় সব দোকানপাট বন্ধ ছিল। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে আরেক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুরে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, ত্রিশ কোট গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আবুল বশারের দু’টি দোকানে ফার্নিচার, কাঠ ও বিভিন্ন যন্ত্রপাতিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রাজাপুর গ্রামের বাচ্চু মিয়ার ভেরাইটিজ স্টোরের ফ্রিজ-টিভিসহ দোকানে থাকা মালামাল মিলে প্রায় ২ লাখ টাকা এবং মার্কেটের মালিক সেলিম মিয়ার স্থাপনা বাবদ তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


আরো সংবাদ



premium cement