২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভাণ্ডারিয়ায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগী নেই

-

করোনা আতঙ্কে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে অস্বাভাবিকভাবে কমেছে রোগীর সংখ্যা। হাসপাতালসংশ্লিষ্টরা জানান, স্বাভাবিকভাবে ভাণ্ডারিয়া হাসপাতালে গরমকালে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী বহির্বিভাগে এবং দেড় শতাধিক রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিতেন। কিন্তু গত তিন-চার দিন ধরে এসব স্থানে রোগীর সংখ্যা কমে গেছে। শুধু জরুরি বিভাগে সেবা নিতে আসতে দেখা গেছে। শনিবার ভাণ্ডারিয়া হাসপাতালের জরুরি বিভাগে মাত্র ১৫-২০ জন সেবা নিয়েছেন বলে জানা গেছে। করোনা আতঙ্কে খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউই হাসপাতালে আসছেন না বলে রাজিব নামে এক স্বাস্থ্যকর্মী জানান। উপজেলার ফাতিমা ক্লিনিকের পরিচালক বিজন কান্তি বেপারী জানান, গত পাঁচ দিনে নতুন কোনো রোগী চিকিৎসা নিতে আসেননি বা ভর্তি হননি। উপজেলাজুড়ে একই অবস্থা।
স্থানীয় সচেতন নাগরিক নাজমুল হোসেন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকার পদক্ষেপ নেয়ায় বাইরেও লোকজন খুব কম বের হচ্ছে। ফলে ছোটখাটো সমস্যা নিয়ে কেউই হাসপাতালে আসছেন না। এতেই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অস্বাভাবিক কমে এসেছে।
এ দিকে স্থানীয় ওষুধ ব্যবসায়ী খোকন জানান, করোনা আতঙ্কে হাসপাতালের সামনের ডাক্তারদের সব চেম্বার বন্ধ। রোগীরা এসে ডাক্তারদের চেম্বার বন্ধ দেখে চলে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম বলেন, খুব কম সংখ্যক রোগী হাসপাতালে আসছেন। তবে এখানে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এ উপজেলায় যারা বিদেশ থেকে এসেছেন তাদের বাড়ি চিহি“ত করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। সবাইকে আপাতত কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার

সকল