২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা নিয়ে ফেসবুকে মন্তব্য করায় কলেজ শিক্ষক বরখাস্ত

-

করোনা নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যপক কাজী জাকিয়া ফেরদৌসিকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষ বিভাগের সচিব মাহাবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত ও শোকজ করা হয়।
জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া করা হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে জানতে চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কাজী জাকিয়া ফেরদৌসিকে নোটিশও পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহছেন উদ্দিন কাজী জাকিয়া ফেরদৌসির বরখাস্ত সংক্রান্ত চিঠির বিষয়টি নিশ্চিত করেন।
কাজী জাকিয়া ফেরদৌসি তার ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘খা, সব খেয়ে ফেল। শিক্ষা খেয়েছিস, ছাব্বিশটা ক্যাডার খেয়েছিস, সরকারকে খেয়েছিস, সরকারের সুনাম, অর্জন, স্বপ্ন সব খেয়েছিস। এবার পিপিই খা। সব তোরাই খা। আমাদের লাগবে না। মুখে মাস্ক দিয়ে বসে থাক, সব নির্লজ্জ, রাক্ষসের দল। বিপদে পড়লে কোনো অরক্ষিত ডাক্তারের কাছে যাবি না, যদি সামান্য লজ্জা থাকে। আর দেশের সবাই মরে গেলে নিজেরা ঝাড়ুদার ক্যাডার এবজর্বড হয়ে যাস। আর সেল্ফি দিস।’
এ বিষয়ে কাজী জাকিয়া ফেরদৌসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমিও তো সরকারের লোক। আমিও সরকারের অংশ। কর্তৃপক্ষ যদি মনে করে আমার লেখা সরকার বিরোধী, তাহলে ব্যবস্থা নিতেই পারে। আমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, আমি ব্যাখ্যা দেবো।


আরো সংবাদ



premium cement