১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

নিরিবিলি বাজার
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
একদল তরুণ বিএনপি ছাত্র সমাজের উদ্যোগে গঠিত ‘নিরিবিলি বাজারে’ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে এখান থেকে পণ্য কিনতে পারছেন ভোক্তারা। গত মঙ্গলবার শহরের পৌর মঞ্চ চত্বরে ছাত্রদলের উদ্যোগে এ বাজারটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুরের নামাজের আগে শেষ হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল ও সদস্যসচিব সাব্বির আহমেদ প্রিতম বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে আমরা পাইকারি মূল্যে পণ্য কিনে ওই দরেই বিক্রি করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি ও ইউএনও মিজানুর রহমান বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন।

জিরো টলারেন্স
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র্যা গিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যা গিং নামক কালচারের ফলে বুয়েটে আবরার ফাহাদ শহীদ হয়েছেন। আমরা চাই না আর কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রতিষ্ঠানে এই র্যা গিং নামক কালচারের পুনরাবৃত্তি ঘটুক।

হাসপাতালে পাঠানোর হুমকি
তুরাগ (ঢাকা) সংবাদদাতা
আশুলিয়ার পাড়াগাঁয়ে দীর্ঘ দিন ধরে অন্যের জমি দখলে রেখেছেন এলাকার প্রভাবশালী মমতাজ উদ্দিন গংরা। স্থানীয়ভাবে বিচারের জন্য আশুলিয়া ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আনিসুর রহমান। পরিষদ থেকে বিবাদিদের নোটিশ প্রদান করলেও তারা পরিষদে হাজির হননি। বাধ্য হয়ে বাদি আনিসুর রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাভার আমলি আদালতে মামলা দায়ের করেন। আনিসুর বলেন, ‘আমি বর্তমানে আতঙ্কিত’। তাদের বিপক্ষে কেউ কথা বললে তাকে মেরে হাসাপাতালে পাঠানোর হুমকি দেয়।

যুবদল নেতা গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা সদর হাসপাতালে টেন্ডারবাজির অভিযোগে গত বুধবার পৌর যুবদল আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাসকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছেন সেনা সদস্যরা। জুলহাস পৌরসভা গেট এলাকার বাসিন্দা এবং জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি।

আলোকচিত্র প্রদর্শনী
সিলেট প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে নিহত ও আহতদের স্মরণে সিলেট মহানগর ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল প্রমুখ।

স্বামীর মৃত্যুদণ্ড
নাটোর প্রতিনিধি
নাটোরে যৌতুকের দাবিতে গুরুদাসপুরে স্ত্রী শিউলি বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহজামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহজামাল গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা এলাকার তছলিমের ছেলে।

আ’লীগ নেতা গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমকে আটক করেছে র্যা ব-১২। গত বুধবার তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় নিহত ও আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি তারা। গাংনী থানার ওসি বনী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের মানববন্ধন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজীব মিয়াকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে ডুমরাকান্দা-বেলাব রাস্তায় এ মানববন্ধনে বক্তব্য দেন- ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, অভিভাবক সাকিল আহমেদ প্রমুখ। কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement