১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিডনিতে শপিং মলে ছুরিকাঘাতে নিহত ৫

- ছবি - ইন্টারনেট

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে পাঁচজন নিহত হয়েছে। আর পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। এই ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

শনিবার নিউ সাউথ ওয়েলসের সহকারী পুলিশ কমিশনার অ্যান্থনি কুক সংবাদ সম্মেলনে বলেন, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে এই ঘটনার পর একজন নারী পুলিশ অফিসারের গুলিতে হামলাকারী নিহত হন।

তিনি জানান, ছুরিকাঘাতে অনেকে আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, হামলাকারী একাই ছিলেন। এবং পরে হামলার কোনো আশঙ্কা নেই।

অ্যান্থনি কুক বলেন, এই হামলায় নয় মাসের একটি শিশুসহ আটজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্পোর্টস জার্সি ও শর্ট প্যান্ট পরা এক ব্যক্তির হাতে রক্তমাখা ছুরি। শপিং মলের ভেতরে থাকা অনেকে তাকে থামানোর চেষ্টা করছে।

পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্টে জানা গেছে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement

সকল