১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

৯১ বালিকার সাথে ১৬২৩টি যৌন অপরাধে অভিযুক্ত ৪৫ বছরের অস্ট্রেলিয়ান


অস্ট্রেলিয়ার একজন সাবেক শিশুযত্ন কেন্দ্রের কর্মী ৯১টি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ দোষী সাব্যস্ত হয়েছেন। বলা হচ্ছে, দেশটির ইতিহাসে এটি সবচেয়ে মারাত্মক শিশু যৌন নির্যাতনের ঘটনা।

৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ১ হাজার ৬২৩টি পৃথক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩৬টি ধর্ষণ, ১০ বছরের নিচে বয়সী শিশুদের সাথে ১১০টি যৌন মিলন এবং ৬১৩টি শিশু যৌন নির্যাতনের প্রচেষ্টা।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে সিডনি, ব্রিজবেন এবং অন্যান্য স্থানের ১২টি পৃথক শিশুযত্ন কেন্দ্র থেকে অভিযোগগুলো এসেছে।

ওই ব্যক্তি নিজেই তার কুকর্মগুলো রেকর্ড করে রেখেছিলেন এবং মেয়েগুলো বয়ঃসন্ধিতে পৌঁছার আগেই তার যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের শিকার ৮৭ অস্ট্রেলিয়ান শিশুকে শনাক্ত করা গেছে এবং বাইরের চার শিশুকে শনাক্তে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করা হচ্ছে।

ওই ব্যক্তি ডার্ক ওয়েবে ২০১৪ সালে শিশু নিপীড়নের ছবি ও ভিডিও প্রচার করলে তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু হয়।

কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের বাসিন্দা ওই ব্যক্তিকে ২০২২ সালের আগস্টে গ্রেফতার করা হয় এবং তখন থেকেই পুলিশী হেফাজতে আছেন।

নাম প্রকাশ না করা ওই ব্যক্তিকে আগামী ২১ আগস্ট ব্রিজবেনে ম্যাজিস্ট্রেট আদালতে তোলার তারিখ নির্ধারণ করা আছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সকল