নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, মৃতের সংখ্যা বাড়ছে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২৩, ১০:৪৬

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগেছে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। প্রায় এক দশক পর নিউজিল্যান্ডে এমন আগুন লাগলো। সোমবার এ অগ্নিকাণ্ড ঘটে।
মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ছিলেন। হোস্টেলের ভেতর এখনো কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িটির ছাদ যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
দমকলের তরফে জানানো হয়েছে, অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে যত সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘটনায় শোক প্রকাশ করেছেন। ছয়জনের মৃত্যুর কথাও তিনি জানিয়েছেন।
জানা যায়, ওই হোস্টেলের সবচেয়ে উপরের তলায় আগুন লাগার পর ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছায়। তারা ছাদ থেকে বহু মানুষকে উদ্ধার করে। সব মিলিয়ে ৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।
পুলিশের বক্তব্য, সব মিলিয়ে মৃতের সংখ্যা দশের কাছাকাছি পৌঁছাতে পারে। কেন আগুন লাগলো, তা এখনো অজানা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা