২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মসজিদে অভিযোগ দিতে এসে ফিরে গেলেন আলোকিত মানুষ হয়ে

মসজিদে অভিযোগ দিতে এসে ফিরে গেলেন আলোকিত মানুষ হয়ে - ছবি : সংগৃহীত

মসজিদভর্তি মুসল্লি। সবাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাবিনিময়ে ব্যস্ত। স্বজনদের সাথে কোলাকুলি করছেন তারা। ঈদ উৎসবের এমন দৃশ্য স্বাভাবিকই বটে। তবে অস্ট্রেলিয়ার মতো দেশে সেই দিন দেখা যায় অন্যরকম দৃশ্য।

সেদিন ঈদের শোরগোল নিয়ে অভিযোগ দিতে এসেছেন ব্রেইন নামের এক অস্ট্রেলিয়ান। বয়সে বৃদ্ধ। কিন্তু মসজিদের আনন্দমুখর দৃশ্য দেখে মুগ্ধতা হন তিনি। প্রশান্তিতে ভরে ওঠে তার অন্তর। সবার আনন্দে অংশ নিয়ে তিনিও পাঠ করেন কালেমা শাহাদাহ। শুরু করেন জীবনের নতুন পথচলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সেই বৃদ্ধকে আরবি ও ইংরেজিতে কালেমা পাঠ করতে দেখা যায়। তখন মসজিদ কর্তৃপক্ষ ও উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গত ২২ এপ্রিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলীয় গোল্ড কোস্ট শহরে এই দৃশ্য দেখা যায়। মুসলিম হওয়ার পর শুক্রবার তিনি জীবনের প্রথমবার জুমার নামাজ পড়েন। এ সময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়।

অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ ইসলাম প্রচারক ও দাঈ শায়খ হাসান গোস ফেসবুকে সেই দৃশ্য শেয়ার করে লিখেছেন, ‘ঈদের দিনে আমাদের প্রিয় ভাইকে ইসলামের পথে স্বাগতম। সকালে তিনি শোরগোলের অভিযোগ নিয়ে এসেছিলেন। আর মুসলিম হয়ে ঘরে ফিরে গেলেন। সত্যিই আল্লাহ মহান।’

তিনি আরো জানান, ব্রেইন নামের এই লোক মসজিদের কাছেই এক বৃদ্ধাশ্রমে বসবাস করেন। ঈদের দিন নামাজের পর মানুষের চেঁচামেচি নিয়ে অভিযোগ করতে আসেন তিনি। এরপর প্রায় ৫০ মিনিট পর্যন্ত অবস্থান করে সব কিছু শোনেন। ইসলাম সম্পর্কে ধারণা লাভ করে মুসলিম হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর শায়খ হাসান তাকে কালেমা শাহাদাত পাঠ করান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের ইসলাম গ্রহণের ভিডিও দেখে মুগ্ধতার কথা জানান অনেকে। জীবনের শেষ মুহূর্তে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ায় তাকে অভিবাদন জানান মুসলিমরা। অনেকে তার কাছে ইসলামের সঠিক চিত্র উপস্থাপনের বিষয়টির প্রশংসা করেন। কারণ তা শোনার পরই বৃদ্ধের ক্রোধ মিশে যায় এবং অন্তর ইসলামের জন্য প্রস্তুত হয়। এদিকে অস্ট্রেলিয়ার অনেক প্রবাসী মুসলিম শায়খ হাসানের ভূমিকার কথা তুলে ধরেন। ইসলাম প্রসারে তিনি মেধা ও অর্থ-সম্পদ ব্যয় করে যাচ্ছেন। তাছাড়া ঈদের দিন তার কাছে ওই বৃদ্ধের সাথে এক নারীও ইসলাম গ্রহণ করেন।

সূত্র : আলজাজিরা

 


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল