৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলকদ ১৪৪৪
`

সাইবার হামলার শিকার লাখ লাখ অস্ট্রেলিয়াবাসী

সাইবার হামলার শিকার লাখ লাখ অস্ট্রেলিয়াবাসী। - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রোপার্টি কোম্পানিগুলোর মধ্যে একটি বলেছে, তারা সাইবার অপরাধীদের হামলার শিকার হয়েছে। হামলাকারীরা তাদের কর্মচারী ও অতিথিদের তথ্য চুরি করেছে।

বুধবার অস্ট্রেলিয়ার প্রোপার্টি ব্যবসা মেরিটনের কর্মচারীদেরকে সতর্ক করা হয়েছিল, সাইবার অপরাধীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, তাদের বেতন, শাস্তিমূলক ইতিহাস ও কর্মক্ষমতা মূল্যায়নের বিবরণ চুরি করতে পারে।

প্রায় দুই হাজার মানুষ এই তথ্যচুরির শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর অস্ট্রেলিয়ার বৃহত্তম স্বাস্থ্য বীমাকারী টেলিকম জায়ান্ট অপ্টাস ও মেডিব্যাঙ্কের লক্ষাধিক গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, নতুন ব্যবস্থা কার্যকর হতে সময় লাগবে।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, সাইবার আক্রমণ দেশে দ্রুত বর্ধনশীল অপরাধগুলোর মধ্যে একটি।

২০২২ সালের অক্টোবর মাসে প্রায় সাড়ে তিন হাজার প্রাপ্তবয়স্ক অস্ট্রেলিয়ান নাগরিকের ওপর করা এক সমীক্ষায় দেখা গেছে, ৩২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা বা তাদের পরিবারের একজন সদস্য তথ্য চুরির শিকার হয়েছেন।

গবেষণায় দেখা গেছে, তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ানদেরদের মধ্যে মাত্র ১০ শতাংশ গত পাঁচ বছরে চুরি বা হামলার মতো গুরুতর অপরাধের শিকার হয়েছে। অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস অক্টোবরে প্রকাশ করেছে যে, প্রতি মাসে তিন লাখ বার তাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করা হয়।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ


premium cement