২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু

- ছবি - সংগৃহীত

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে সোমবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া রাজ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত ৮০ বছর বয়সী ব্যক্তি সিডনির বাসিন্দা। তিনি করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন, তবে তার স্বাস্থ্যগত অনেক জটিলতা ছিল।

নিউ সাউথ ওয়েলসে সোমবার ছয় হাজার ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা আগের দিনের রেকর্ড ৭০ জনের চেয়ে কম। তাদের মধ্যে ৫৫ জন ইনসেনটিভ কেয়ারেসহ মোট ৫২৪ জন হাসপাতালে রয়েছেন।

সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার সোমবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এতে রয়েছে বার এবং রেস্তোরাঁয় দু'জনের মধ্যে প্রতি দুই বর্গ মিটারের (২২ বর্গ ফুট) দুরত্ব থাকা এবং আতিথেয়তা স্থানগুলোতে কিউআর কোড সহ ‘চেক-ইন’ বাধ্যতামূলক।

স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেন, রাজ্য সরকার কর্মী স্বল্পতার কারণে করোনার সংস্পর্শে আসার পরে স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনের প্রয়োজনীয়তা তুলে নেয়ার কথা বিবেচনা করছে।

এদিকে, সোমবার ভিক্টোরিয়া রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং এক হাজার ৯৯৯ জন নতুন করে শনাক্ত হয়েছেন।


আরো সংবাদ



premium cement