২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অকল্যান্ড সুপার মার্কেটে ছুরিকাঘাত ছিল উগ্রবাদী হামলা : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন - ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন যে অকল্যান্ড সুপার মার্কেটে ছুরিকাঘাত ছিল উগ্রবাদী হামলা। ওই উগ্রবাদী ব্যক্তির ছুরিকাঘাতে ছয় ব্যক্তি আহত হয়েছিলেন। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করেছে।

নিউজিল্যান্ডের পুলিশ এক সহিংস উগ্রবাদী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ওই উগ্রবাদী অকল্যান্ডের এক সুপার মার্কেটে ছুরিকাঘাত করে ছয় ব্যক্তিকে আহত করলে তাকে হত্যা করা হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশটির অকল্যান্ড সুপার মার্কেটের ছুরি হামলার ঘটনাকে উগ্রবাদী হামলা বলে অভিহিত করেন। ওই উগ্রবাদী ব্যক্তি ছিলেন শ্রীলঙ্কার নাগরিক এবং তিনি নিউজিল্যান্ড পুলিশের নজরদারিতে ছিলেন।

ওই শ্রীলঙ্কান ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি ইসলামিক স্টেটের মাধ্যমে অনুপ্রাণিত ছিলেন। ওই ব্যক্তি অকল্যান্ড সুপার মার্কেটে সাধারণ মানুষের ওপর ছুরিকাঘাত করার মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশের হাতে নিহত হন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন যে এ ছুরি হামলার ঘটনা সংগঠিত হয়েছে এক উগ্রবাদী ব্যক্তির মাধ্যমে। এ হামলা কোনো ধর্মের কারণে সংগঠিত হয়নি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement