২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা সংক্রমণের শঙ্কা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা সংক্রমণের শঙ্কা -

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বর্ধিত হারে সংক্রমণ দেখা দিয়েছে। একারণে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের স্বল্পকালীন লক-ডাউন জারি করেছে। স্বাস্থ্য দফতর মেলবোর্নে ১২টি নুতন সংক্রমণের কথা জানানোর পর, এ সংখ্যা ব্যাপকভাবে বাড়লে এ লকডাউনের নির্দেশ দেয়া হয়।

রাজ্যের অস্থায়ী প্রিমিয়ার জেমস মার্লিন সাংবাদিকদের জানান, এ ভেরিয়েন্ট ভাইরাসটিকে আমরা আগে দেখিনি, এটা অত্যন্ত দ্রুত বর্ধনশীল ও সংক্রামক ভাইরাস।

মহামারী শুরু হবার পর, ভিক্টোরিয়া রাজ্যে এটা হবে চতুর্থ লকডাউন। নুতন নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে জন সমাবেশের আকার সীমিত করা, হোটেল, বার, রেস্তোরা বা পুলে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement