২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ডে ১০০ দিন পর করোনার হানা, অকল্যান্ডে লকডাউন

- ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে কয়েকটি নতুন করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর সেখানকার সব বাসিন্দাকে ঘরে থাকতে বলা হয়েছে। একশোদিনেরও বেশি পর এই প্রথম নিউজিল্যান্ডে নতুন সংক্রমণ ধরা পড়লো।

যে চারজনের সংক্রমণ ধরা পড়েছে, তারা একই পরিবারের সদস্য। কিন্তু সংক্রমণের উৎস এখনও পর্যন্ত জানা যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেছেন, অন্য দেশের অভিজ্ঞতা দেখে তারা শিখেছেন, এই ভাইরাস মোকাবেলায় শুরুতেই কঠোর হতে হবে।

তিনি বলেছেন, বুধবার দুপুর বারোটা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত অকল্যান্ডে “লেভেল থ্রি” পর্যায়ের লকডাউন জারি থাকবে। এর অর্থ অপরিহার্য সেবার সাথে যুক্ত কর্মীরা ছাড়া সবাইকে ঘরে থাকতে হবে।

জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গা, বার, রেস্তোরাঁ এবং দোকানপাট সব বন্ধ রাখতে হবে।

“মনে করুন আপনি এবং আপনার আশপাশে সবাই কোভিড আক্রান্ত,” প্রধানমন্ত্রী বলেছেন।

গত ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন সর্বমোট ২২জন।

শুরুতেই লকডাউন, সীমান্তে কড়া নিয়ন্ত্রণ, স্বাস্থ্য বিষয়ে কার্যকর বার্তা পৌঁছে দেয়া এবং জোরদার টেস্ট ও ট্রেস কর্মসূচির মাধ্যমে নিউজিল্যান্ড এই ভাইরাস ঠেকিয়ে রাখতে সফল হয়েছে। বিবিসি

 


আরো সংবাদ



premium cement