২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রেকর্ড গড়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন ইমরানুর

রেকর্ড গড়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন ইমরানুর - ছবি : সংগৃহীত

কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার ৬০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন তিনি।

এই পদক জিততে ইমরানুর নিজের আগের রেকর্ড ভেঙেছেন। ফাইনালে তিনি ৬.৫৯ সেকেন্ড সময় নেন। এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে দ্বিতীয় হন বাংলাদেশের দ্রুততম মানব। সেমিফাইনালে তার টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ডে। এর আগে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলেন ইমরানুর। টাইমিং ছিল ৬.৭০ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। সেটি সত্য করে দেখালেন ইমরানুর।

তবে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ভালো করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে সবার শেষে দৌড় শেষ করেন তিনি। তবে নিজের সেরা টাইমিং করেছেন এই অ্যাথলিট। শুক্রবার তার টাইমিং ছিল ৭.৯৩ সেকেন্ড।


আরো সংবাদ



premium cement