২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

এশিয়ান গেমসের নতুন তারিখ নিয়ে শঙ্কা

এশিয়ান গেমসের নতুন তারিখ নিয়ে শঙ্কা - ফাইল ছবি

চায়নায় নতুন করে করোনা পরিস্থিতির অবনতিতে ইতোমধ্যেই সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য হাংজু এশিয়ান গেমস স্থগিত হয়ে গেছে। আগামী বছর সুবিধাজনক সময়ে এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসর আয়োজনের ব্যপারে আশাবাদী অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।

কিন্তু যেকোনো গেমসের ‘মাদার গেম’ হিসেবে পরিচিত এ্যাথলেটিক্স এর ২০২৩ সালের আন্তর্জাতিক ব্যস্ত সূচিতে আদৌ এশিয়ান গেমস আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।

এক বা দুই মাসের জন্য যে এত বড় আসর স্থগিত করা হয়নি তা অনেকটাই নিশ্চিত। তবে আগামী বছরের প্রথম ভাগে যে তা আয়োজন সম্ভব নয় তা মোটামুটি জানা হয়ে গেছে। ইঙ্গিত রয়েছে আগামী বছরের সেপ্টেম্বরে নতুন আয়োজনের।

ওসিএ, চাইনিজ অলিম্পিক কমিটি ও আয়োজক কমিটিকে এখন এ্যাথলেটিক্সের আন্তর্জাতিক সূচিকে গুরুত্ব সহকারে বিবেচনায় আনতে হবে। কারণ গেমসের অন্যতম আকর্ষণীয় এই ইভেন্টেই সবচেয়ে বেশী খেলোয়াড় অংশ নিয়ে থাকে, যে কারণে পদকের সংখ্যাও এই ইভেন্টে সর্বোচ্চ।

২০২৩ সালের ওয়ার্ল্ড এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ১৮ থেকে ২৭ আগস্ট হাঙ্গেরিতে অনুষ্ঠিত হবে। এর আগে এপ্রিল-মে থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী ডায়মন্ড লিগ মিটিং। বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের উদ্দেশে মূল প্রস্তুতিতে থাকবে এ্যাথলেটরা। যে কারণে বছরের শুরুতে এশিয়াডের আসর শুরু হলে তাতে এ্যাথলেটদের প্রস্তুতিতে সমস্যা তৈরী হবে। এর ফলে এশিয়ান গেমসে শীর্ষ সারির এ্যাথলেটরা হয়তো অংশ নাও নিতে পারে।

এছাড়াও আগামী বছরের বেশীরভাগ ক্রীড়ার আন্তর্জাতিক ক্যালেন্ডার ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। এশিয়ান গেমসের জন্য তা পরিবর্তন করাটা খুবই কঠিন। বেশীরভাগ অলিম্পিক ইভেন্টের আন্তর্জাতিক সূচি সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবার কথা রয়েছে। সে কারণেই হাংজু গেমসের জন্য সেপ্টেম্বরই হতে পারে সেরা সময়।

এশিয়ান গেমসের ১৮টি আসরের মধ্যে ১২টিই সেপ্টেম্বর কিংবা তারপরে অনুষ্ঠিত হয়েছে। ১৯৬২ ও ২০১৮ সালের ইন্দোনেশিয়ায় আয়োজিত দুটি এশিয়ান গেমস আগস্টের শেষে শুরু হয়ে সেপ্টেম্বরের প্রথম দিকে শেষ হয়েছে। এ পর্যন্ত মাত্র তিনটি এশিয়ান গেমস বছরের প্রথমভাগে অনুষ্ঠিত হয়েছিল।

১৯৫১ সালের মার্চে নয়া দিল্লীতে, ১৯৫৪ সালের মে’তে ম্যানিলায় ও ১৯৬০ সালের মে-জুনে টোকিওতে এশিয়ান গেমসের ওই তিনটি আসর অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
কাতারের সাথে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনে এফবিসিসিআইয়ের চুক্তি টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল খুলনায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র? জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

সকল