২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সোনা জয়ের সম্পন্ন, এবার প্ল্যান পেটপুরে খাওয়ার

সোনা জয়ের সম্পন্ন, এবার প্ল্যান পেটপুরে খাওয়ার - ছবি : সংগৃহীত

অলিম্পিক্স মানেই গোটা বিভিন্ন দেশ থেকে আসা ক্রীড়িবিদদের এক বিশাল মঞ্চ। ফিলিপাইন এশিয়া মহাদেশের অন্যতম ছোট্ট একটি দেশ। সেই দেশ থেকে এসে গেমসের মঞ্চে সোনা জয় অন্যতম বড় অ্যাচিভমেন্ট তো অবশ্যই। টোকিওর মঞ্চে তার দেশের হয়ে প্রথম সোনা জয়ের পর আবেগে ভেসে যান ফিলিপিনো ভারোত্তলক হিডিলিন ডিয়াজ। ৫৫ কেজি ভারোত্তলনের বিভাগে এই সোনা জয়ের পরে 'আবেগি' ডিয়াজ জানাতে ভোলেননি সোনা জয়ের পরে তিনি প্রচুর খাওয়া দাওয়ার পরিকল্পনা করেছিলেন।

কারণ শেষ ৪-৫ বছর অলিম্পিক্সের জন্য নিজেকে তৈরি রাখতে নিজেকে কঠোর অনুশাসনের মধ্যে রেখেছিলেন তিনি। ফলে ডায়েট চার্ট মেনে তাকে খাওয়া দাওয়া করতে হয়। ফলে অনেক সময় ভাল মন্দ জিনিস মন চাইলেও খেতে পারতেন না‌। তাই তার এই কৃচ্ছসাধনের পরে গেমসের মঞ্চে সোনা পেয়ে বিশেষ দিনটিতে এই অনুশাসন ভেঙে প্রচুর খাওয়ার পরিকল্পনা তিনি আগে থেকেই করে রেখেছিলেন।

সোনাজয়ের লক্ষ্যে ডিয়াজ মালয়েশিয়াতে কঠোর নিয়ম মেনে অনুশীলনে মত্ত ছিলেন। সবথেকে বড় কথা হলো করোনা কালে দুবছর তিনি তার মা-বাবার সাথে পর্যন্ত দেখা করতে পারেননি। তাই অলিম্পিক্সের ইতিহাসে তার দেশের হয়ে নারীদের ৫৫ কেজি বিভাগে সোনা জয়ের পরে তিনি নিয়মের বেড়াজাল ভাঙতে মরিয়া। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১২৪ কেজি এবং লিফটিংয়ে তিনি ১২৭ কেজি তুলে এই সোনা জয় নিশ্চিত করেন। সোনা জয় নিশ্চিত হওয়ার পরে ভারোত্তোলনের ম্যাটেই বসে পড়েন তিনি। তার দু'চোখ বেয়ে নেমে আসে আনন্দাশ্রু। এরপরেই তিনি সাংবাদিকদের জানান ' হ্যাঁ আজ রাতে আমি প্রচুর খাব। অনেক দিন ধরে আমি আমার খাবারটাকে পর্যন্ত ত্যাগ করেছিলাম এই দিনটি দেখার অপেক্ষায়।'
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল