২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাঁতারে জুয়েলের রেকর্ড

জুয়েল আহমেদ - ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সাঁতারে নিজের রেকর্ড ভেঙেছেন জুয়েল আহমেদ। শনিবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন জুয়েল। ২০১৯ সালে জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে ১৬.১৩ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন তিনি। ২ মিনিট ১৮.৩৮ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মামুনুর রশিদ। একই দলের সামিউল রাফি ২ মিনিট ২২.১১ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

রেকর্ড গড়লেও নিজের টাইমিং নিয়ে সন্তুষ্ট নন জুয়েল। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। তা না হলে টাইমিংটা আরও ভাল হতে পারত। তবে বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভালো হয়েছে। আশা করছি, বাকি ইভেন্টগুলোতে ভালো করব।’


আরো সংবাদ



premium cement