২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডোপ পরীক্ষায় অংশ না নেয়ায় দুই বছর নিষিদ্ধ কোলম্যান

ডোপ পরীক্ষায় অংশ না নেয়ায় দুই বছর নিষিদ্ধ কোলম্যান - ছবি : সংগৃহীত

এক বছর তিনবার। সংখ্যাটা কম না। বিষয়টি কানেই তোলেননি মনে হয়। অংশ নেননি ডোপ টেস্টে। তার ফলটা হাতেনাতে পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট ক্রিশ্চিয়ান কোলম্যান। দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ১০০ মিটারের এই বিশ্ব চ্যাম্পিয়ন।

অ্যাথলেটিক্স ইনটেগ্রিটি ইউনিট মঙ্গলবার এক বিবৃতিতে ২৪ বছর বয়সী এই অ্যাথলেটকে নিষিদ্ধের কথা জানায়। গত ১৪ মে থেকে কার্যকর এই নিষেধাজ্ঞার ফলে চলতি বছর থেকে আগামী বছরে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না তিনি।

গত জুন থেকে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন কোলম্যান। এবার পেলেন স্থায়ী শাস্তি। অবশ্য বড় এই শাস্তির বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন তিনি। আর সেটা ৩০ দিনের মধ্যে।

গত বছরে তিনবার ডোপ পরীক্ষায় অংশ নেননি কোলম্যান। প্রথমবার ১৬ জানুয়ারি ২০১৯। একই বছরের ২৬ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয়বার গত ৯ ডিসেম্বর।


আরো সংবাদ



premium cement