মালয়েশিয়ায় প্রথমবারের মতো বিমানবালায় নিয়োগ পেল জঙ্গলবাসী নারী
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ১৩ জুলাই ২০২৪, ১৪:২০
মালয়েশিয়া এয়ারলাইন্স বারহাদ জানিয়েছে, দেশটির ইতিহাসে এই প্রথম চারজন ওরাং আসলি নৃ-গোষ্ঠীর নারী কেবিন ক্রু হিসেবে নিয়োগ পেয়েছে। এ বছর তারা স্নাতক শেষ করে প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
ওরাং আসলিদের বসবাস মালয়েশিয়ার গহীন অরণ্যে। আধুনিক মালয়েশিয়ানদের থেকে তাদের ধর্ম, বর্ণ, সংস্কৃতি সম্পূর্ণ আলাদা তাদের। শত শত বছর আগে মালয় উপদ্বীপে ওরাং আসলি ছাড়া আধুনিক জগতের কোনো মানুষের বসবাস ছিল না। ধারণা করা হয়, দেশটিতে ওরাং আসলি প্রথম বাসিন্দা।
শুক্রবার (১২ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বিবৃতিতে বলা হয়, এই ওরাং আসলি চার তরুণীকে তাদের নিজ সম্প্রদায়ের নাম পরিবর্তন করে আধুনিক নাম রাখা হয়। আগের নাম সুকু জাকুন থেকে আমিশা নুরশাহিরা রোসমান, সুকু তেমুয়ান থেকে সারাহ এলিসা তাং আমান, সুকু সেমাই থেকে বিনা অ্যাঞ্জেলিনা জিনসিস এবং সুকু সেমাই থেকে আলজারিজা আলভি রাখা হয়েছে। ৫৬ জন কেবিন ক্রুদের মধ্যে তারা সম্প্রতি তাদের প্রশিক্ষণ শেষ করে ৭ মে থেকে মালয়েশিয়া এয়ারলইন্সের ফ্লাইটে পরিষেবা দেয়া শুরু করেন।
শুক্রবারের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরাং আসলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের (জাকোয়া) মহাপরিচালক সাপিয়াহ মোহাম্মদ নর।
তিনি বলেন, ‘ওরাং আসলি সম্প্রদায়ের কেবিন ক্রু প্রথম দলকে মালয়েশিয়া এয়ারলাইন্স পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই অর্জন আমাদের কর্মশক্তির মধ্যে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য আমাদের চলমান প্রতিশ্রুতির ওপর জোর দেয়, তাদের পটভূমি নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে।’
এমএজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইজহাম ইসমাইল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কঠোর প্রশিক্ষণ কর্মসূচি গ্যারান্টি দেয় যে সমস্ত কেবিন ক্রু সদস্যরা পরিষেবার শ্রেষ্ঠত্ব এবং মালয়েশিয়ান আতিথেয়তার সর্বোচ্চ মান পাবেন, ব্যক্তিগতকৃত এবং প্রিমিয়াম পরিষেবাগুলো প্রদান করে যা আমাদের সাথে তাদের ভ্রমণের সময় আমাদের যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। আমরা আমাদের বিশ্বব্যাপী যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য নিবেদিত রয়েছি, যাতে তারা আমাদের কর্মশক্তিকে সংজ্ঞায়িত করে এমন বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি, উষ্ণতা এবং আতিথেয়তার মাধ্যমে তারা বাড়িতে অনুভব করে।’
২০২৩ সালের ডিসেম্বরে মালয়েশিয়া এয়ারলাইন্স, জাকোয়ার সহযোগিতায় জাকুন, তেমুয়ান এবং সেমাইয়ের মতো ওরাং আসলি জঙ্গলে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে পাহাং, পেরাক এবং জোহর প্রদেশে নিয়োগের প্রচেষ্টা শুরু করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা