ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২৪, ১৩:০৪
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে সপ্তাহান্তে একটি গাড়ি এবং একটি সিমেন্ট মিক্সার ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
সোমবার পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতদের বহনকারী গাড়িটি দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি শনিবার ভোর ৪টার দিকে ডুমাগুয়েতে সিটিতে একটি মোড়ে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।
প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গাড়িটি বিপরীত লেন দিয়ে যাওয়ার ফলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী গাড়িটির পুরুষ চালক ও প্রাপ্তবয়স্ক তিন নারী যাত্রী নিহত হয়।
পুলিশ জানায়, গাড়িচালক এবং যাত্রীরা লুজন দ্বীপের বাসিন্দা।
তারা আরো জানায়, এ দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহত এ তিনজনের বয়স ১৫, ১৭ এবং ১৯ বছর।
সূত্র : বাসস