১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ববাদী শাসনকে উৎসাহিত করছে চীন

- ছবি : ভয়েস অব আমেরিকা

চলতি সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন আফ্রিকার ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর কর্মকর্তাদের জন্য সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করেছে এবং এর লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে এবং প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈশ্বিক মতবাদকে তুলে ধরা।

শি-এর শাসনের একটি মূল স্তম্ভ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়াটিভ (বিআরআই)। এটি একটি ব্যাপক অবকাঠামোগত প্রকল্প যাতে উন্নয়নশীল দেশগুলোকে চীন বিপুল ঋণ দিয়ে ওই দেশগুলোতে চীন নিজের প্রভাব বিস্তৃত করে।

ওয়াশিংটন ভিত্তিক একটি চিন্তক গোষ্ঠী বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে চীনের বানিজ্য মন্ত্রনালয়ের শত শত প্রকাশ্য নথিপত্রে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং তার বাইরেও বিআরআই অংশীদারদের একদলীয় শাসন ব্যবস্থা ও শি-এর চিন্তাধারাকে উৎসাহিত করার প্রচেষ্টার কথা বিস্তারিত বলা হয়েছে।

অ্যাটলান্টিক কাউন্সিলের প্রতিবেদক অনাবাসিক ফেলো নিভা ইয়াউ লিখেছেন, এই সব নথিপত্র ‘(চীনের) কর্তৃত্ববাদী মডেল যে সফল উন্নয়নের নীল নকশা হতে পারে এবং অন্যরাও তা অনুসরণ করতে পারে বলে পরিস্কারভাবে তুলে ধরেছে।’

এই সব উদ্যোগের তালিকার মধ্যে রয়েছে উন্নয়নশীল দেশগুলোর মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা এবং প্রেসিডেন্টের উপদেষ্টাদের জন্য আয়োজিত একটি সেমিনার যার লক্ষ্য ছিল ‘চীনের শাসন পদ্ধতির আন্তর্জাতিক প্রভাব’কে সম্প্রসারিত করা।

ওই প্রতিবেদনে তুলে ধরা মন্ত্রনালয়ের নথি অনুযায়ী ২০২১ সালের জুনে অনুষ্ঠিত সেমিনারে, ‘জাতীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাধারা, চীনের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক জীবন এবং মূল নীতিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলে ধরা হয়।’

কোভিড-১৯ মহামারির সময় যখন কোটি কোটি মানুষ কঠোর ও দীর্ঘ লকডাউনে ছিলেন তখনও তিনি ‘সামজিক চলাচল ও ব্যবস্থাপনায়’ চীনের প্রচেষ্টাকে তুলে ধরেন।

নগর পরিকল্পনার সাথে সম্পৃক্ত আফ্রিকার কর্মকর্তাদের লক্ষ্য করে দেয়া একটি প্রশিক্ষণ কর্মসূচি চীনের পরিব্যাপ্ত নজরদারি ব্যবস্থার প্রতি আলোকপাত করে।

ওই প্রতিবেদনে তুলে ধরা নথিপত্র অনুযায়ী এই কর্মসূচিটি শহরগুলোতে, ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের সুরক্ষা’ ব্যবস্থাপনার লক্ষ্যে নেয়া হয়।

পৃথিবীতে যে সব দেশে নজরদারি করা হয়, চীন হচ্ছে তাদের মধ্যে অন্যতম সবচেয়ে বেশি নজদারির আওতাভুক্ত সমাজ। সমালোচকরা বলেন, মুখ চেনার প্রযুক্তি সেখানে প্রতিদিনের আইন প্রয়োগ থেকে শুরু করে রাজনৈতিক দমন-পীড়নসহ প্রায় সবক্ষেত্রেই ব্যবহার করা হয়।

এই প্রতিবেদন সম্পর্কে এএফপি-এর এক প্রশ্নের জবাবে বেইজিং-এর পররাষ্ট্র মন্ত্রনালয় শুক্রবার বলে যে ‘চীন স্বাধীনভাবে নিজেদের উন্নয়নের পথ ও সামাজিক নিয়ম বেছে নিতে সকল দেশের জনগণকে সম্মান দেখিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আমাদের নিজেদের পথ অন্য দেশগুলোর ওপর কখনো চাপিয়ে দেইনি এবং দিবো না।’

আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে বিআরআইভুক্ত দেশগুলোর কর্মকর্তাদের জন্য একটি কোর্সের বিস্তারিত তুলে ধরা হয় যাতে চীনের সংবাদ মাধ্যম ও অপপ্রচার তৎপরতাকে গুরুত্ব দেয়া হয়।

ওই প্রতিবেদনে উল্লেখ করা নথিতে বলা হয়েছে, ‘নতুন সংবাদ মাধ্যম চলে আসায় কোভিড-১৯-এর প্রেক্ষাপটে চীনের অভিজ্ঞতার বহুমাত্রিক ও সার্বিক উপস্থাপনার মাধ্যমে সেমিনারটিতে চীনের সংবাদ মাধ্যমের সংযুক্তি ও নতুন তত্ত্ব তুলে ধরা হয়।’

ওই কোর্সে ‘সংবাদ লেখার, অনুষ্ঠান তৈরি করা এবং নতুন মিডিয়া প্ল্যাটফর্মে প্রযোজ্য বিষয় বস্তু সংগ্রহের’ বিষয়টিও দেখা হয়।

এছাড়া ওই নথি অনুযায়ী, সকল কর্মসূচিই তুলে ধরেন শিক্ষার সাথে সম্পৃক্ত শীর্ষ চীনা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা।

প্রতিবেদনের লেখক বলেন, চীন উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ববাদী সরকারকে তুলে ধরতে কঠোর প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ

সকল