চীনা অর্থায়নের খাল প্রকল্পে স্বচ্ছতার আহ্বান কম্বোডিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২৪, ০৬:২১
চীনের প্রস্তাবিত ১.৭ বিলিয়ন ডলার অর্থায়নের একটি খাল প্রকল্পে স্বচ্ছ থাকার জন্য কম্বোডিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পানিসম্পদ ব্যবস্থাপনায় এই প্রকল্পটি প্রতিবেশী ভিয়েনামের ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানাল।
নমপেনে মার্কিন দূতাবাস মুখপাত্র ওয়েসলি হোলজার ভোয়া খেমেরকে ইমেইলযোগে বলেন, কম্বোডিয়ার জনগণ, এর প্রতিবেশী দেশগুলোর জনসাধারণ স্বচ্ছ প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারে।
ফুনান টেকো ক্যানেল নামের প্রস্তাবিত এই খালটি ভিয়েতনামে বেশ ক্ষোভের সৃষ্টি করেছে। কারণ এতে উজান থেকে পানির প্রবাহে বিরূপ প্রভাব ফেলতে পারে। কম্বোডিয়া গত মে মাসে ১৮০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির ব্যাপারে সবুজসঙ্কেত দেয়। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশবিশেষ। এটি উপকূলীয় প্রদেশ কেপকে কান্দাল ও টেকেওয়ের সাথে যুক্ত করবে। এটি উজানে ১০০ মিটার এবং ভাটিতে ৮০ মিটার প্রশস্ত হবে। এর গভীরতা হবে ৫.৪ মিটার।
কম্বোডিয়ার গণপূর্ত ও পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র ফান রিম ভোয়া খেমেরকে প্রকল্পটির কথা নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র মেকং রিভার কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র : এএনআই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা