১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের হুমকিতে রাশিয়ায় চীনা রফতানি কমছে

যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের হুমকিতে রাশিয়ায় চীনা রফতানি কমছে - ছবি : সংগৃহীত

মার্চ মাসে রাশিয়ায় চীনা রফতানি কমেছে। ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর এই প্রথম রাশিয়ায় চীনা রফতানি কমেছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে চীন যদি তা অব্যাহত রাখে, তবে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে।

তবে রাশিয়া মনে করছে, দ্বিপক্ষীয় বাণিজ্য কমার এই ঘটনা একেবারেই সাময়িক। রাশিয়া চাচ্ছে, চীনের সাথে তার বাণিজ্য আরো বাড়ুক।

চীনা কাস্টমস তথ্যে দেখা যায়, আগের বছরের তুলনায় চলতি মার্চে রাশিয়ায় চীনা রফতানি ১৬ ভাগ কমেছে। রাশিয়ার ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মার্কিন অবরোধের কারণে দায় পরিশোধে সমস্যা হচ্ছে রাশিয়ার। এ কারণে এই বাণিজ্য কমতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

তবে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ কোনো মন্তব্য করেননি।

গত বছর রাশিয়া ও চীনের মধ্যকার বাণিজ্য হয়েছিল রেকর্ড ২৪০ বিলিয়ন ডলারের। এর একটি বড় অংশ ছিল রাশিয়া থেকে তেল আমদানি এবং চীন থেকে রাশিয়ায় গাড়ি, শিল্প পণ্য এবং ইলেক্ট্রনিক্স পণ্য রফতানি বৃদ্ধি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, চীনা বাণিজ্য বাড়ার ফলে রাশিয়ার পক্ষে যুদ্ধ মেশিন গতিশীল রাখা সম্ভব হচ্ছে।
সূত্র : ব্লুমবার্গ


আরো সংবাদ



premium cement