দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ এপ্রিল ২০২৪, ১৬:৫৯
তিন দশক ধরে দখলে থাকা চারটি গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে আর্মেনিয়া। দুই দেশের সীমান্ত সীমানা নির্ধারণ কমিশনের অষ্টম বৈঠকে এমন সম্মতি প্রকাশ করে দেশটি।
শুক্রবার (১৯ এপ্রিল) ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, আজারবাইজানের উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ এবং আর্মেনিয়ার উপ-প্রধানমন্ত্রী মেহের গ্রিগরিয়ানের সভাপতিত্বে সীমান্ত সীমানা নির্ধারণ কমিশনের অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আর্মেনিয়া তার তিন দশক ধরে দখলে থাকা চারটি গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে।
আজারবাইজানের একটি লিখিত বিবৃতি অনুসারে, কমিশনগুলো বৈঠকের সময় কিছু বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিল। এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় বিদ্যমান সীমান্তের সাথে সামঞ্জস্য রেখে আজারবাইজানের গাজাখ প্রদেশের সাথে সীমান্ত নির্ধারণ করা ছিল।
লাইনটি বাঘানিস (আর্মেনিয়া)-বাঘানিস আইরুম (আজারবাইজান), ভোস্কেপার (আর্মেনিয়া)-আসাগি এস্কিপাড়া (আজারবাইজান), কিরান্টস (আর্মেনিয়া)-হেইরিমলি (আজারবাইজান) এবং বারকাবের (আর্মেনিয়া)-কিজিলহাসি (আজারবাইজান) গ্রামের মধ্য দিয়ে যাবে।
সীমানা স্থানাঙ্কগুলো মাটিতে জিওডেটিক পরিমাপ বিবেচনা করবে এবং আগামী ১৫ মে-এর মধ্যে স্বাক্ষরিত হবে।
বৈঠকে দলগুলো একমত হয়েছে যে কমিশনগুলোর যৌথ কার্যক্রমের একটি খসড়া প্রবিধান ১ জুলাইয়ের মধ্যে প্রস্তুত করা উচিত।
সূত্র : ডেইলি সাবাহ